Wednesday, August 28, 2024

বন্যায় ত্বকের রোগ

 বন্যা চলাকালীন ও বন্যা পরবর্তী সয়য় অন্যান্য রোগের পাশাপাশি ত্বকের নানা সমস্যায় আক্রান্ত হতে পারেন বন্যা কবলিত এলাকায় বসবাস করা মানুষ। বন্যা পরবর্তী সময়ে সাধারণত সংক্রামক নানা রোগের প্রাদুর্ভাব বেশি হয়। তবে ত্বকেও নানা রোগ দেখা দিতে পারে। শিশুর ত্বক বেশি সংবেদনশীল হওয়ার কারনে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে যে কোন বয়সীরাই আক্রান্ত হতে পারেন। বন্যায় ত্বকের যে সব সমস্যা বেশি দেখা দেয় সেগুলো হলো,

√ ভেজা স্যাঁতস্যাঁতে ত্বকে ছত্রাক সংক্রমণ হয়ে ছত্রাক জনিত ত্বকের রোগ যেমন দাদ হতে পারে।

বন্যার নোংরা দুষিত পানিতে নানা ধরনের রাসায়নিক পদার্থ ও ব্যাকটেরিয়া ভেসে বেড়ায়, সেজন্য 

√ ব্যাকটেরিয়া সংক্রমণে খোসপাঁচড়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে বন্যার সময়।  

✓ রাসায়নিক পদার্থে অ্যালার্জির কারণে চুলকানি বা লালচে ভাব হতে পারে।

প্রতিরোধ 

বন্যার পানির সংস্পর্শ এড়িয়ে চলতে পারলে এসব সমস্যা হবে না। তবে বাস্তবতা হলো বন্যায় পানির সংস্পর্শ এড়িয়ে চলা অসম্ভব। বন্যার পানির সংস্পর্শ থেকে সরে যাওয়ার পর সাবান বা পরিস্কার পানিতে ত্বক পরিষ্কার করা উচিত। ত্বক যাতে স্যাঁতস্যাঁতে না থাকে সেজন্য শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। ত্বকের ভাঁজ যেমন কুঁচকি, বগল, হাটূ এসব স্থানে নজর বেশি দিতে হবে। ছত্রাক, খোসপচরা বা চুলকানি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।



দুর্গাপূজার ইতিহাস

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা । যে দেবীকে উৎসর্গ করে এই উৎসব তার নাম দুর্গা । দেবী দূর্গার উৎপত্তি হয় বেদ পরবর্...