Monday, January 30, 2012

চিকুনগুনিয়া-অন্যান্য জ্বরের মতই খুব সাধারণ অসুখ

চিকুনগুনিয়া/Chikungunya একটি মশা বাহিত আলফা ভাইরাসজনিত রোগ ।এটি আফ্রিকা,দখিন পূর্ব এশিয়ার রোগ হলেও ইদানীং ইন্ডিয়াতে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এমনকি আমাদের দেশের কিছু এলাকাতে আক্ত্রান্ত রোগীর সন্ধান মিলেছে।ঢাকা শহর এবং সাভার এ অনেকে আক্রান্ত হওয়ার কারনে এবং কিছু টেলিভিশান চ্যানেলে প্রচার এর কারনে অনেকেই অহেতুক ভীতিতে ভুগছেন।এ রোগে মৃত্যু ঝুকি না থাকলেও জটিলতার কারনে ৫দিন থেকে ১২ মাস পর্যন্ত ভোগান্তি হতে পারে এবং সাধারন কাজ কর্মে অসুবিধা হতে পারে,এমনকি চলা ফেরা করতেও সমস্যা হতে পারে। মহামারি আকারে দেখা দিতে পারে,এজন্য মোকাবেলা করতে সমন্বিত পরিকল্পনা গ্রহনের প্রয়োজন হয়।

কিভাবে ছড়ায়

আক্ত্রান্ত রোগীকে কামড়ানো এডইস মশা সুস্থ কাওকে কামড়ালে এ রোগের বিস্তার লাভ করে।২ থেকে ৫ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পেয়ে থাকে।মশা -মানুষ মশা এভাবে ছড়ায়।

লক্ষণ কি?

প্রথমে জ্বর দেখা দেয়।ডেঙ্গু জ্বর এর মত ত্বকে লালচে র‍্যাশ দেখা দেয়।জ্বর ২ থেকে ৫ দিন পরে চলে যায়। গিরায় গিরায় বেথা/arthritis অনুভুত হয়।চোখ লালচে হতে পারে।ঘুম কমে জেতে পারে।

গিরায় গিরায় বেথা/arthritis অনেক সময় ২ বছর পর্যন্ত থাকতে পয়ারে।

সাধারনত কম বয়সীরা ৫-১৫ দিন,মধধ বয়সীরা ১-৩ মাস এ সুস্থ হয়ে উঠেন। বেশি বয়শিদের প্রায় ২বছর পর্যন্ত সময় লাগতে পারে।

রোগ নির্ণয়

লক্ষণ দেখে রগ নির্ণয় করা যায়।

ল্যাবরতরি তে সেরলজিকাল পরিখখা এবং ভাইরাস আইসলেসন এর দ্বারা সনাক্ত করা যায়।

চিকিথশা

সাধারনভাবে অন্যান্য ভাইরাস জনিত রোগের মতো কোন এনটিবইয়োটিক/antibiotic লাগে না।আনালজেসিক/analgesic দেয়া হয়।

২ থেকে ৫ দিনের মধ্যে জ্বর চলে গেলেও গিরা বেথা/arthritis অনেক দিন থাকতে পারে,বেশি বয়শিদের প্রায় ২বছর পর্যন্ত প্রয়োজনীয় চিকিথশা নিতে হতে পারে।

প্রতিরোধ

ভাইরাসজনিত রোগ হলেও,এ রোগের কোন প্রতিষেধক টিকা নেই।

মশক নিয়ন্ত্রন এর মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

মশা যাতে আপনাকে কারাতে না পারে সে জন্য প্রয়োজনীয় বেবস্থা গ্রহন করুন;

আক্রান্ত রোগীকে আলাদা ভাবে মশারির ভিতর রাখা উচিত।

রোগটি আমদের দেশে একেবারে নতুন বিধায়, জর আক্রান্ত হলে,ভীত না হয়ে প্রয়োজনীয় চিকিথশা গ্রহন করুন।

No comments:

রানি ভিক্টোরিয়া ও তাঁর মুনশী আব্দুল করিম

বিলেতের রাজ-পরিবারের ইতিহাসে অন্যতম প্রভাবশালী এবং সুদীর্ঘ ৬৩ বছর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন রানি ভিক্টোরিয়া । ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তীর উপহা...