Wednesday, May 15, 2024

নিউইয়র্কের জন্মবৃত্তান্ত

বর্তমানে পৃথিবীর বানিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্ক, আসুন জেনে নেই সেই নগরীর গোড়াপত্তনের ইতিহাস। 

১৬২৪ সালে ডাচ ঔপনিবেশিক শক্তির ছোট্ট একটি বন্দর হিসেবে নিউ আ্যমষ্টারডাম নামে নিউইয়র্কের গোড়াপত্তন ঘটেছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র নামে পরিচিত ভূখণ্ডটি তখন বৃটিশ ঔপনিবেশিক শক্তির শাসনাধীন থাকলেও এখনকার ম্যানহাটন ডাচ ঔপনিবেশিক শক্তির দখলে ছিল।

অপরদিকে ডাচ ইষ্ট ইন্ডিজ নামে পরিচিত আজকের ইন্দোনেশিয়ার ভূখণ্ড ডাচ ঔপনিবেশিক শক্তির শাসনাধীন থাকলেও প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপ বৃটিশ ঔপনিবেশিক শক্তির দখলে ছিল। কমবেশি ৩ বর্গ কিলোমিটার আয়তনের রান নামের এই দ্বীপ তখনকার দিনে #মসলা ব্যবসার জন্য খুবই গুরত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান দখল করে ছিল।

দ্বিতীয় বৃটিশ-ডাচ যুদ্ধের পর ব্রেডা চুক্তি অনুযায়ী ১৬৬৪ সালে এই দুইটি ভুখন্ড অদলবদল করা হয়। মসলার বানিজ্যিক গুরুত্ব কমে যাওয়ায় সাথে সাথে রান দ্বীপ এখন ইন্দোনেশিয়ার ছোট্ট একটি জনবসতি। আর ম্যানহাটন হয়ে উঠেছে মহাশক্তিধর  মার্কিন যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর বানিজ্যিক রাজধানী।


No comments:

Istanbul: Capital of cats!

Istanbul is known  worldwide as the 'city of cats'. And it’s true; there are hundreds of thousands of stray cats in Istanbul, and m...