বঙ্গোপসাগরে বিন্দুর মতো ছোট্ট একটি দ্বীপ, নাম পুটনি আইল্যান্ড। এই দ্বীপের পশ্চিম পাশে মান্দারবাড়িয়া সৈকত, পূর্বাংশে সুন্দরবনের হিরণ পয়েন্ট ১৫ কিলোমিটার দুরত্বে এবং দুবলার চর ২০ কিলোমিটার দুরত্বে।
সাতক্ষীরা রেঞ্জের এই দ্বীপের দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার এবং আয়তন কমবেশি ১০ বর্গকিলোমিটার। দ্বীপটির একাংশ জুড়ে ঘন বনাঞ্চল, অন্যদিকে দিগন্তজোড়া সৈকত। চারপাশজুড়ে বঙ্গোপসাগর।
১৯৭২ সালে মালেক ফরাজী নামে এক মৎস্যজীবী দ্বীপটি প্রথম খুঁজে পান। তখন এটি ২ একর আয়তনের ডুবোচর ছিল। আয়তন বৃদ্ধি পেতে পেতে ২০০৪ সালে থেকে এটি স্থায়ী ভূমিতে পরিণত হয়।
এই দ্বীপ হরিণের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। লাল কাঁকড়া, নানা ধরনের শামুক ও ঝিনুক এবং মৌমাছি বসবাস করে এই দ্বীপে। সম্প্রতি এই দ্বীপে বাঘের পায়ের ছাপ নথিভুক্ত করা হয়েছে। খুলনা অঞ্চলে পর্যটনের নুতন একটি গন্তব্যে পরিণত হয়েছে এই দ্বীপ।
#PutneyIsland #Bangladesh #Island
No comments:
Post a Comment