Sunday, April 13, 2025

পৃথিবীর দীর্ঘতম রেলভ্রমণ

 ইউরোপের পর্তুগাল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর পর্যন্ত রেলভ্রমণ বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলযাত্রা হিসেবে পরিচিত। নানা ধরনের সংস্কৃতি, ভাষা, প্রকৃতি ও নগরজীবনের সংমিশ্রণে ট্রেন থেকে দেখতে পাওয়া পাহাড়, মরুভূমি, নদী ও বনভূমির অসাধারণ দৃশ্য এই রেল ভ্রমন দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে।

পর্তুগালের রাজধানী লিসবন থেকে সিঙ্গাপুর পর্যন্ত এই ভ্রমণে প্রায় ১৮,৭৫৫ কিলোমিটার (১১,৬৫৯ মাইল) দুরত্ব দুরত্ব প্রায় ২১ থেকে ২৫ দিন (যাত্রা ও ট্রানজিট সময়সহ) কমপক্ষে ১৩টি দেশ অতিক্রম করতে হয়। বর্তমানে এই রুটে সরাসরি কোন ট্রেন নেই, আন্তর্জাতিক ও আন্তঃদেশীয় ট্রেন সংযোগ ব্যবহার করতে হয়।


পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি / জার্মানি / সুইজারল্যান্ড (বিকল্প পথ), অস্ট্রিয়া / চেক প্রজাতন্ত্র / পোল্যান্ড (কখনো কখনো), রাশিয়া, মঙ্গোলিয়া (Trans-Mongolian route), চীন,ভিয়েতনাম/লাওস/থাইল্যান্ড (বিকল্প রুট), মালয়েশিয়া  হয়ে সিঙ্গাপুরে যাত্রা সমাপ্ত হয়। ইউরোপীয় রেল, ট্রান্স সাইবেরিয়ান রেল, ট্রান্স মঙ্গোলিয়ান রেল, চিনের হাইস্পিড এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রেল নেটওয়ার্কের সমন্বয় করে এই ভ্রমণ সম্পন্ন করতে হয়। এই ভ্রমণে বিভিন্ন দেশের ভিসা এবং সীমান্তে চেকিং মাথায় রেখে ট্রেনের সময়সূচি মিলিয়ে নিতে হয়।

ভিসা ফি যাতায়াত খরচ, হোটেল/হোষ্টেল ভাড়া, খাবার ইত্যাদি মিলিয়ে ব্যাকপ্যাক ভ্রমণে ৩৫০০ থেকে ৫০০০ ডলার খরচ হতে পারে এই রেল ভ্রমনে। বর্তমানে কিছু ট্যুর অপারেটর প্যাকেজে ভ্রমণ পিপাসুদের এই রেল ভ্রমনের সুযোগ দিচ্ছে।

#travel #tourism #tour #rail #railway #railtrail #trend #geography #Asia #europe #viralpost2025シ

No comments:

টাইটানিকের বিড়াল জেনি: যার কথা খুব কম মানুষই জানে

 টাইটানিক জাহাজের মর্মান্তিক দুর্ঘটনার কথা প্রায় সবাই জানে, কিন্তু জেনি নামের একটি বিড়ালের গল্প খুব কম মানুষই শুনেছে, যে ছিল জাহাজটির স্থা...