by M R Karim Reza on Saturday, September 4, 2010 at 10:45am.
সুস্থ ত্বক শরীরের রোগ প্রতিরোধের জন্য অত্যাবশ্যক, বলা হয়ে থাকে 'ফাস্ট লাইন ডিফেন্স'। শরীরের অনাবৃত অংশে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সাধারণত চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন কিন্তু আবৃত অংশের সমস্যা হলে গাফিলতি করার প্রবণতা লক্ষ করা যায়। মনে রাখবেন, ত্বকের সমস্যাকে অবহেলা করা যেমন অনুচিত তেমনই অপচিকিৎসা করাটাও ক্ষতিকর। অনেক ক্ষেত্রে রোগীরা অসচেতন এবং লক্ষণ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে চিকিৎসা নিতে দেরী করেন। ত্বকের রোগে সাধারণত নিম্নবর্ণিত পরিবর্তনগুলো পরিলক্ষিত হয়।
চুলকানি : ত্বকের বহু রোগের সমস্যা হিসেবে চুলকানি দেখা দেয়। রোগের ধরন এবং তীব্রতা অনুযায়ী চুলকানির মাত্রা কমবেশি হতে পারে। সাধারণত চুলকানির কারণে নখ দিয়ে জায়গাটিকে আঁচড় দিতে ভালো লাগে। খোসপাঁচড়া, ছত্রাকজনিত রোগ, একজিমা, পোকার কামড় ইত্যাদিতে চুলকানি একটি লক্ষণ হিসাবে প্রকাশ পেতে পারে।
ব্যথা : রোগের ধরন এবং তীব্রতা অনুসারে ব্যথা কম বা বেশি হতে পারে। ব্যথা অনেক ধরনের চর্ম রোগের লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। হারপিজ জোস্টার, পোকার কামড় ইত্যাদির ক্ষেত্রে ব্যথা তীব্র হতে পারে।
অসাড়তা বা অবশ : কিছু রোগে ত্বকের কোনো কোনো স্থানে অসাড়তা লক্ষ করা যায়, যেমন কুষ্ঠ রোগী। আবার কিছুরোগের কারণে ত্বক অতিমাত্রায় সংবেদনশীল হয়ে থাকে।
ত্বকের রঙ পরিবর্তন : জন্মগতভাবে মানুষ গায়ের রং অর্জন করে থাকে। রোগবিশেষ কিছু স্থানে রঙ গাঢ় বা হালকা হতে পারে। যেমন মেছতার ক্ষেত্রে রং গাঢ় আবার শ্বেতীর কারণে হালকা হতে পারে।
মসৃণতা ও উজ্জ্বলতা : সুস্থ ত্বক সাধারণত মসৃণ ও উজ্জ্বল হয়ে থাকে। বহু রোগে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হতে পারে এবং খসখসে হয়ে যায়। কুচকানো ত্বক অনেক রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে, যেমন ইকথায়োসিস। বয়সের কারণে ত্বক কুচকাতে পারে, যা স্বাভাবিক।
ফোসকা/চামড়া উঠে যাওয়া/ক্ষত : ত্বকের অনেক রোগের লক্ষণ হিসেবে এ লক্ষণসমূহ আবির্ভূত হতে পারে। উলি্লখিত লক্ষণসমূহ ছাড়াও আরো অনেক লক্ষণ ত্বকের রোগে প্রকাশ পেতে পারে। সাধারণভাবে এগুলোর ব্যাপারে সামান্য সতর্ক হলেই সময়মতো চিকিৎসা গ্রহণ করা সম্ভব। মনে রাখবেন ত্বকের রোগ ছাড়াও অন্যান্য রোগের লক্ষণ হিসেবেও ত্বকের পরিবর্তন হতে পারে।গোসলের সময় অন্তত আপনার শরীরের ত্বকের দিকে নজর দিন। কোনো প্রকার অস্বাভাবিকতা লক্ষ করলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
http://www.bd-pratidin.com/index.php?view=details&archiev=yes&arch_date=23-08-2010&type=single&pub_no=122&cat_id=3&menu_id=15&news_type_id=1&index=1
Friday, September 3, 2010
সুস্থ ও আকর্ষণীয় ত্বকের জন্য করণীয়
by M R Karim Reza on Saturday, September 4, 2010 at 10:35am.
ত্বককে বলা হয়ে থাকে শরীরের দর্পণ বা আয়না। সুস্থ এবং আকর্ষণীয় ত্বক সবারই কাম্য, ব্যক্তিত্বকেও প্রকাশ করে থাকে। শুধু তাই নয় অন্যকেও আকর্ষণ করে, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্বও কম নয়। সুস্থ ত্বক শরীরের রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সুস্থ ত্বক সাধারণত পরিষ্কার, মসৃণ, সমভাবে রাঙানো, কুচকায় না এবং উজ্জ্বল হয়ে থাকে। ত্বক সুস্থ এবং আকর্ষণীয় রাখতে আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা যত্নবান হলেই চলে। খাদ্যাভাস, বাসস্থান, পোশাক পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ ভূমিকা রয়েছে।
১। খাদ্যাভাস : সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য সুষম খাদ্যের বিশেষ ভূমিকা রয়েছে। প্রোটিন বিশেষভাবে তৈলাক্ত মাছ, লালবর্ণের শাক ও ফল, দুগ্ধজাত খাদ্য তালিকায় থাকা উচিত। পরিমাণ মতো শর্করা জাতীয় (ভাত/রুটি) গ্রহণ করতে হবে, অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য গ্রহণে বিরত থাকা উচিত। অতিরিক্ত চা/কফি ও অ্যালকোহল ত্বকের জন্য ক্ষতিকর। পানি ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
২। পোশাক-পরিচ্ছদ : মৌসুম ভেদে যথাসম্ভব কম পোশাক পরিধান করতে হবে। অতিরিক্ত টাইট পোশাক পরিধান থেকে বিরত থাকাই শ্রেয়। নাইলন এবং পলিয়েস্টার জাতীয় পোশাক পরিহার করা উচিত। সুতি এবং অন্যান্য প্রাকৃতিক বস্ত্র পরিধানই শ্রেয়। জুতা, চশমা, গহনা, অন্তর্বাস ইত্যাদির ক্ষেত্রেও একই রকম অভ্যাস বাঞ্ছনীয়।
৩। পরিচ্ছন্ন জীবন : নিয়মিত গোসল সুস্থ ত্বকের জন্য অত্যাবশ্যক। গোসলের সময় প্রতিটি কুচকিকে বিশেষভাবে পরিষ্কার করতে হবে। বিশুদ্ধ এবং ত্বকের জন্য সহনীয় তপমাত্রার পানি গোসরের জন্য ব্যবহার করা উচিত। শীতের দিনে গরম পানিতে ঠাণ্ডা পানি মিশিয়ে গোসল করা যেতে পারে। সাবান ব্যবহারের ক্ষেত্রে যতটুকু কম ক্ষারীয় ব্যবহার করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তৈলাক্ত ও ঘর্মাক্ত ত্বকের জন্য একটু বেশি সাবান ব্যবহার করতে হবে। শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে তৈরি তৈলাক্ত সাবান ব্যবহার করতে হবে।
৪। প্রসাধনী, তেল ও সেভিং : যে কোনো নতুন প্রসাধী ব্যবহারের পূর্বে এটি ত্বকের জন্য সহনীয় কিনা অবশ্যই পরীক্ষা করে নেওয়া জরুরি। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শুষ্ক ত্বকের জন্য ভ্যাসলিন, ল্যানেলিন, অলিভওয়েল এমনকি নারকেল বা সরিষার তেলও গোসলের পর ব্যবহার করা যেতে পারে।
সেভিং-এর জন্য সহনীয় মাত্রার ফোম, সাবান এবং আফটার সেভ ব্যবহার করা উচিত। সেভের সময় একই দিকে সেভ করা উচিত, কখনই চামড়াকে অতিরিক্ত টেনে সেভ করা উচিত নয়।
৫। পরিচ্ছন্ন বাসস্থান : পরিচ্ছন্ন ও খোলামেলা বাসস্থান ত্বকের যত্নে বিশেষ ভূমিকা রাখে। হালকা ব্যায়াম খোলা বাতাস এবং হালকা রোদ ত্বকের যত্নে বিশেষভাবে প্রয়োজনীয়; তবে অতিরিক্ত রোদ ত্বকের জন্য ক্ষতিকর। ঘাম ত্বকের জন্য ক্ষতিকর এবং জমার সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে। অতিরিক্ত গরম ও ঠাণ্ডা দুটোই ত্বকে বিরুপ প্রভাব ফেলে থাকে।
ত্বককে বলা হয়ে থাকে শরীরের দর্পণ বা আয়না। সুস্থ এবং আকর্ষণীয় ত্বক সবারই কাম্য, ব্যক্তিত্বকেও প্রকাশ করে থাকে। শুধু তাই নয় অন্যকেও আকর্ষণ করে, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্বও কম নয়। সুস্থ ত্বক শরীরের রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সুস্থ ত্বক সাধারণত পরিষ্কার, মসৃণ, সমভাবে রাঙানো, কুচকায় না এবং উজ্জ্বল হয়ে থাকে। ত্বক সুস্থ এবং আকর্ষণীয় রাখতে আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা যত্নবান হলেই চলে। খাদ্যাভাস, বাসস্থান, পোশাক পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ ভূমিকা রয়েছে।
১। খাদ্যাভাস : সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য সুষম খাদ্যের বিশেষ ভূমিকা রয়েছে। প্রোটিন বিশেষভাবে তৈলাক্ত মাছ, লালবর্ণের শাক ও ফল, দুগ্ধজাত খাদ্য তালিকায় থাকা উচিত। পরিমাণ মতো শর্করা জাতীয় (ভাত/রুটি) গ্রহণ করতে হবে, অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য গ্রহণে বিরত থাকা উচিত। অতিরিক্ত চা/কফি ও অ্যালকোহল ত্বকের জন্য ক্ষতিকর। পানি ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
২। পোশাক-পরিচ্ছদ : মৌসুম ভেদে যথাসম্ভব কম পোশাক পরিধান করতে হবে। অতিরিক্ত টাইট পোশাক পরিধান থেকে বিরত থাকাই শ্রেয়। নাইলন এবং পলিয়েস্টার জাতীয় পোশাক পরিহার করা উচিত। সুতি এবং অন্যান্য প্রাকৃতিক বস্ত্র পরিধানই শ্রেয়। জুতা, চশমা, গহনা, অন্তর্বাস ইত্যাদির ক্ষেত্রেও একই রকম অভ্যাস বাঞ্ছনীয়।
৩। পরিচ্ছন্ন জীবন : নিয়মিত গোসল সুস্থ ত্বকের জন্য অত্যাবশ্যক। গোসলের সময় প্রতিটি কুচকিকে বিশেষভাবে পরিষ্কার করতে হবে। বিশুদ্ধ এবং ত্বকের জন্য সহনীয় তপমাত্রার পানি গোসরের জন্য ব্যবহার করা উচিত। শীতের দিনে গরম পানিতে ঠাণ্ডা পানি মিশিয়ে গোসল করা যেতে পারে। সাবান ব্যবহারের ক্ষেত্রে যতটুকু কম ক্ষারীয় ব্যবহার করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তৈলাক্ত ও ঘর্মাক্ত ত্বকের জন্য একটু বেশি সাবান ব্যবহার করতে হবে। শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে তৈরি তৈলাক্ত সাবান ব্যবহার করতে হবে।
৪। প্রসাধনী, তেল ও সেভিং : যে কোনো নতুন প্রসাধী ব্যবহারের পূর্বে এটি ত্বকের জন্য সহনীয় কিনা অবশ্যই পরীক্ষা করে নেওয়া জরুরি। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শুষ্ক ত্বকের জন্য ভ্যাসলিন, ল্যানেলিন, অলিভওয়েল এমনকি নারকেল বা সরিষার তেলও গোসলের পর ব্যবহার করা যেতে পারে।
সেভিং-এর জন্য সহনীয় মাত্রার ফোম, সাবান এবং আফটার সেভ ব্যবহার করা উচিত। সেভের সময় একই দিকে সেভ করা উচিত, কখনই চামড়াকে অতিরিক্ত টেনে সেভ করা উচিত নয়।
৫। পরিচ্ছন্ন বাসস্থান : পরিচ্ছন্ন ও খোলামেলা বাসস্থান ত্বকের যত্নে বিশেষ ভূমিকা রাখে। হালকা ব্যায়াম খোলা বাতাস এবং হালকা রোদ ত্বকের যত্নে বিশেষভাবে প্রয়োজনীয়; তবে অতিরিক্ত রোদ ত্বকের জন্য ক্ষতিকর। ঘাম ত্বকের জন্য ক্ষতিকর এবং জমার সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে। অতিরিক্ত গরম ও ঠাণ্ডা দুটোই ত্বকে বিরুপ প্রভাব ফেলে থাকে।
Sunday, August 29, 2010
অ্যানথ্র্যাক্স কি, কেন?
by M R Karim Reza on Saturday, September 4, 2010 at 12:23pm.
অ্যানথ্র্যাক্স একটি ব্যাকটেরিয়া (ব্যাসিলাস অ্যানথ্র্যাসিস) জনিত সংক্রামক রোগ। রোগে আক্রান্ত ব্যক্তিকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে হয়, না হলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
কিভাবে ছড়ায় : আক্রান্ত পশুর (গরু, ছাগল, ভেড়া, মহিষ) লোম, চামড়া, মাংস রোগ ছড়ানোর উৎস হিসেবে গণ্য করা। এ জন্য রোগে আক্রান্ত পশুর খামারি, লোম উত্তোলনকারী এবং কসাইরা প্রথমে আক্রান্ত হয়ে থাকে। কখনোই রোগাক্রান্ত ব্যক্তির মাধ্যমে এ রোগ ছড়ায় না। তবে আক্রান্ত পশুর মাংস ও রক্তের সংস্পর্শে এ রোগ ছড়াতে পারে। তাই রোগাক্রান্ত পশু জবাই বা খাদ্য হিসেবে গ্রহণের অনুপযোগী।
লক্ষণ কি : সাধারণত জীবাণু শরীরে প্রবেশের দুই থেকে পাঁচ দিনের মধ্যেই লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। সর্বপ্রথম ত্বকেই এ রোগের লক্ষণ প্রকাশ পায়, আক্রান্ত স্থান চুলকায় এবং লাল বর্ণের হয়ে থাকে, যা প্রাথমিকভাবে পোকার কামড় মনে হতে পারে। এটি শুকিয়ে লালচে কালো বর্ণের আকার ধারণ করে এবং খসে পড়ে। ক্ষতটির কেন্দ্র শুকনা এবং কালো, তার চারদিকে উঁচু এবং লাল বর্ণের হয়ে থাকে।
জটিলতা : ত্বকে লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে চিকিৎসা গ্রহণ করলে এটি সহজে নিরাময়যোগ্য রোগ কিন্তু পরবর্তীতে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে এ রোগে মৃত্যুর ঝুঁকি রয়েছে। ব্যাকটেরিয়াজনিত প্রদাহের কারণে, উঁচু মাত্রার জ্বর, ফুসফুসের সংক্রমণের কারণে তীব্র শ্বাসকষ্ট এবং পরিপাকতন্ত্রের জটিলতার কারণে মৃত্যু হয়ে থাকে।
চিকিৎসা : এ রোগের চিকিৎসা সহজ এবং স্বল্পব্যয় সাপেক্ষ। প্রাথমিক পর্যায়ে (ত্বকের সংক্রমণ) রোগ শনাক্ত করা সম্ভব হলে টিকা ও অ্যান্টিবায়োটিক চিকিৎসার মাধ্যমে পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
প্রতিরোধ : রোগাক্রান্ত পশুকে প্রথমেই আলাদা জায়গায় রাখতে হবে।
রোগাক্রান্ত পশুকে জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রদান করতে হবে।
মৃত পশুকে মাটিতে পুঁতে ফেলতে হবে।
রোগাক্রান্ত পশুকে জবাই করে খাদ্য হিসেবে গ্রহণ করা যাবে না।
রোগাক্রান্ত ব্যক্তিকে যতদ্রুত সম্ভব চিকিৎসা প্রদান করতে হবে।
published in Bangladesh Protidin,4th September,2010
http://www.bd-pratidin.com/index.php?view=details&type=single&pub_no=134&cat_id=3&menu_id=15&news_type_id=1&index=1
ই-মেইল :rezadr.dema@gmail.com
অ্যানথ্র্যাক্স একটি ব্যাকটেরিয়া (ব্যাসিলাস অ্যানথ্র্যাসিস) জনিত সংক্রামক রোগ। রোগে আক্রান্ত ব্যক্তিকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে হয়, না হলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
কিভাবে ছড়ায় : আক্রান্ত পশুর (গরু, ছাগল, ভেড়া, মহিষ) লোম, চামড়া, মাংস রোগ ছড়ানোর উৎস হিসেবে গণ্য করা। এ জন্য রোগে আক্রান্ত পশুর খামারি, লোম উত্তোলনকারী এবং কসাইরা প্রথমে আক্রান্ত হয়ে থাকে। কখনোই রোগাক্রান্ত ব্যক্তির মাধ্যমে এ রোগ ছড়ায় না। তবে আক্রান্ত পশুর মাংস ও রক্তের সংস্পর্শে এ রোগ ছড়াতে পারে। তাই রোগাক্রান্ত পশু জবাই বা খাদ্য হিসেবে গ্রহণের অনুপযোগী।
লক্ষণ কি : সাধারণত জীবাণু শরীরে প্রবেশের দুই থেকে পাঁচ দিনের মধ্যেই লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। সর্বপ্রথম ত্বকেই এ রোগের লক্ষণ প্রকাশ পায়, আক্রান্ত স্থান চুলকায় এবং লাল বর্ণের হয়ে থাকে, যা প্রাথমিকভাবে পোকার কামড় মনে হতে পারে। এটি শুকিয়ে লালচে কালো বর্ণের আকার ধারণ করে এবং খসে পড়ে। ক্ষতটির কেন্দ্র শুকনা এবং কালো, তার চারদিকে উঁচু এবং লাল বর্ণের হয়ে থাকে।
জটিলতা : ত্বকে লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে চিকিৎসা গ্রহণ করলে এটি সহজে নিরাময়যোগ্য রোগ কিন্তু পরবর্তীতে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে এ রোগে মৃত্যুর ঝুঁকি রয়েছে। ব্যাকটেরিয়াজনিত প্রদাহের কারণে, উঁচু মাত্রার জ্বর, ফুসফুসের সংক্রমণের কারণে তীব্র শ্বাসকষ্ট এবং পরিপাকতন্ত্রের জটিলতার কারণে মৃত্যু হয়ে থাকে।
চিকিৎসা : এ রোগের চিকিৎসা সহজ এবং স্বল্পব্যয় সাপেক্ষ। প্রাথমিক পর্যায়ে (ত্বকের সংক্রমণ) রোগ শনাক্ত করা সম্ভব হলে টিকা ও অ্যান্টিবায়োটিক চিকিৎসার মাধ্যমে পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
প্রতিরোধ : রোগাক্রান্ত পশুকে প্রথমেই আলাদা জায়গায় রাখতে হবে।
রোগাক্রান্ত পশুকে জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রদান করতে হবে।
মৃত পশুকে মাটিতে পুঁতে ফেলতে হবে।
রোগাক্রান্ত পশুকে জবাই করে খাদ্য হিসেবে গ্রহণ করা যাবে না।
রোগাক্রান্ত ব্যক্তিকে যতদ্রুত সম্ভব চিকিৎসা প্রদান করতে হবে।
published in Bangladesh Protidin,4th September,2010
http://www.bd-pratidin.com/index.php?view=details&type=single&pub_no=134&cat_id=3&menu_id=15&news_type_id=1&index=1
ই-মেইল :rezadr.dema@gmail.com
Wednesday, June 9, 2010
Blueprint of Jamat & Reorganisation of National University
Bangladesh Jamat E Islami is a cadre based political party & has a longterm vision & strategy to achieve thier ideology than any other party in Bangladesh.A large number of Jamat undercover activists & intellectuals have been engaging themself within other major political parties since 1975 like the leftist parties in the past.
When BNP-Jamat alliance assumed power in 2001,BNP with its front organizations & activists were busy to earn illigal cash benefits & assets but Jamat had a differnt plan.They placed their cadres,like minded person & well wishers in every public offices & institutions with a vision to exercise power even when other party runs the government.Thats what the present Awami League led government is experiencing in their effort to establish pro-liberation ideology & set the nation in the right rack.
Like other sectors Jamat has a plan to regulate the education syststem of the country.They targetted National University to take administrative control of this institution.Jamat planned to get control of college based graduate & post graduate education of Bangladesh.National University regulates these affiliated colleges by nominating governing body,selection of teaching staffs & academic programs.These colleges also play vital role in the local politics in respective area.Jamat also planned to bring gradute & postgradute Madrasha education under NU.In the process Jamat successfully managed to nominate Professor Aftab Ahmad of Dhaka University as the VC of National University in 2004
In April 2004,the single largest recruitment scandal in the history of Bangladesh was started to accomodate over 1500 political cadres in NU & iplementation of a bluprint started.BNP got only a little share of the process.Huge number of unnecessary & bizzaire post were created illigaly to accomdate this recuited personnals, most of them from Madrasha based educational background.Progressive & pro liberation minded persons were made either OSD or humilited to quit their job.These plan was succesfully finished by the help of then president of NU officers association & an undercover Jamat leader Enamul Karim who managed to control inernal agitation , Jamat think tank & recruited teacher Abu Yousuf, then acting registrar Shamsheruzzaman & Deputy regitrar Shahidur Rahman.Prfessor Khandker Mustahidur Raman,then VC of Jahangirnagar University & a syndicate member of NU,Professor Syed Abul Kalam Azad,then Treasurer Of NU,teacher of Marketting dept. of DU played vital role in the selection process.When Media targetted this procedure & the scandal was partially exposed,then government removed Aftab to divert media attention & nominated Prof. Wakil Ahmed as a puppet VC of NU & the process of giving validity of recruitment was finiished silently.Former chairman of University Grants Commission,Late Professor Asaduzzaman filled a investgation report to BNP govt about the recruitment scandal & recommanded to take action against the process.But then government didnt took any measure to comply his recommandations.The caretaker government also tried to investigate the whole process but then Jamat got blessings of Brig.Amin & Bari duo of DGFI to leave the task unfinished.Chronologically Prof Syed Rashidul Hasan & Prof. Mofakharul Islam acted as VC of NU but did nothing to rescue this national institution from the grab of anti-liberation forces as everything was going as Jamat planned.
Jamat has been spending a huge amount of fund to fuilfil their blueprint since 2006 till date.The present government nominated administration of NU did nothing significant to reorganise NU till date.Professor Khandker Mustahidur Rahman now an advisor of BNP is still a syndicate member of NU,heading different committe to investigate the irregularities commited by them(during 2003-2008)! One of the Pro-VC nomited by caretaker government,a jamat minded person is stiil working at NU.It seems Jamat still contolling NU by money & their cadres as most of the department is headed by their cadres or well wishers.
If irregularities commited during 2004-2008 period at NU & the reruitted personnals are left unaccountable,the blue print of Jamat to controll the college based graduate & post gradute education of our country will be fuifilled & no doubt this will help them to achieve thier goal as a political party & one of the task of their blueprint to gain control of independent state Bangladesh will be finished.
When BNP-Jamat alliance assumed power in 2001,BNP with its front organizations & activists were busy to earn illigal cash benefits & assets but Jamat had a differnt plan.They placed their cadres,like minded person & well wishers in every public offices & institutions with a vision to exercise power even when other party runs the government.Thats what the present Awami League led government is experiencing in their effort to establish pro-liberation ideology & set the nation in the right rack.
Like other sectors Jamat has a plan to regulate the education syststem of the country.They targetted National University to take administrative control of this institution.Jamat planned to get control of college based graduate & post graduate education of Bangladesh.National University regulates these affiliated colleges by nominating governing body,selection of teaching staffs & academic programs.These colleges also play vital role in the local politics in respective area.Jamat also planned to bring gradute & postgradute Madrasha education under NU.In the process Jamat successfully managed to nominate Professor Aftab Ahmad of Dhaka University as the VC of National University in 2004
In April 2004,the single largest recruitment scandal in the history of Bangladesh was started to accomodate over 1500 political cadres in NU & iplementation of a bluprint started.BNP got only a little share of the process.Huge number of unnecessary & bizzaire post were created illigaly to accomdate this recuited personnals, most of them from Madrasha based educational background.Progressive & pro liberation minded persons were made either OSD or humilited to quit their job.These plan was succesfully finished by the help of then president of NU officers association & an undercover Jamat leader Enamul Karim who managed to control inernal agitation , Jamat think tank & recruited teacher Abu Yousuf, then acting registrar Shamsheruzzaman & Deputy regitrar Shahidur Rahman.Prfessor Khandker Mustahidur Raman,then VC of Jahangirnagar University & a syndicate member of NU,Professor Syed Abul Kalam Azad,then Treasurer Of NU,teacher of Marketting dept. of DU played vital role in the selection process.When Media targetted this procedure & the scandal was partially exposed,then government removed Aftab to divert media attention & nominated Prof. Wakil Ahmed as a puppet VC of NU & the process of giving validity of recruitment was finiished silently.Former chairman of University Grants Commission,Late Professor Asaduzzaman filled a investgation report to BNP govt about the recruitment scandal & recommanded to take action against the process.But then government didnt took any measure to comply his recommandations.The caretaker government also tried to investigate the whole process but then Jamat got blessings of Brig.Amin & Bari duo of DGFI to leave the task unfinished.Chronologically Prof Syed Rashidul Hasan & Prof. Mofakharul Islam acted as VC of NU but did nothing to rescue this national institution from the grab of anti-liberation forces as everything was going as Jamat planned.
Jamat has been spending a huge amount of fund to fuilfil their blueprint since 2006 till date.The present government nominated administration of NU did nothing significant to reorganise NU till date.Professor Khandker Mustahidur Rahman now an advisor of BNP is still a syndicate member of NU,heading different committe to investigate the irregularities commited by them(during 2003-2008)! One of the Pro-VC nomited by caretaker government,a jamat minded person is stiil working at NU.It seems Jamat still contolling NU by money & their cadres as most of the department is headed by their cadres or well wishers.
If irregularities commited during 2004-2008 period at NU & the reruitted personnals are left unaccountable,the blue print of Jamat to controll the college based graduate & post gradute education of our country will be fuifilled & no doubt this will help them to achieve thier goal as a political party & one of the task of their blueprint to gain control of independent state Bangladesh will be finished.
Thursday, April 29, 2010
May Day (Internatinal Workers Day) :Retrospective & Scenario of workers in Bangladesh
May Day or International Workers' Day is the commemoration of the Haymarket massacre in Chicago in 1886, when Chicago police fired on workers during a general strike for the eight hour day, killing several demonstrators and resulting in the deaths of several police officers. In 1889, the first congress of the Second International, meeting in Paris for the centennial of the French Revolution and the Exposition Universelle, following a proposal by Raymond Lavigne, called for international demonstrations on the 1890 anniversary of the Chicago protests. That was so successful that May Day was formally recognized as an annual event at the International's second congress in 1891. The May Day Riots of 1894 and May Day Riots of 1919 occurred subsequently. In 1904, the International Socialist Conference meeting in Amsterdam called on "all Social Democratic Party organizations and trade unions of all countries to demonstrate energetically on May First for the legal establishment of the 8-hour day, for the class demands of the proletariat and for universal peace.
The first May Day celebration in Indian subcontinent was organised in Madras by the Labour Kisan Party of Hindustan on May 1, 1923. This was also the first time the red flag was used in India.
In countries other than the United States and Canada, resident working classes sought to make May Day an official holiday and their efforts largely succeeded.
In the United States, however, the official Federal holiday for the "working man" is Labor Day in September.The first Labor Day celebration was held on September 5, 1882 but this was opposed by other labor unions who wanted it to held on May Day. After the Haymarket Square riot in May, 1886, President Cleveland feared that commemorating Labor Day on May 1 could become an opportunity to commemorate the riots. Thus he declared 1st Monday of Sepember as Labor day in 1887. In 1958, President Dwight D. Eisenhower proclaimed May 1 both as Loyalty Day and as Law Day. Each year, the sitting president proclaims these observances on May 1.
In Bangladesh the day,1st May ia an official holiday but the spirit of the day is so far unaccomplished.We have entered into the arena of industrialization & tody the backbone of our economy stands by virtue of low paid working class both in agriculture & industrial sector.Most of the low paid workers are working in the apparel industry & are mainly women.Owner of these industries are earning,depositting money & maitaining lavish lifestyle by depriving these workers.Whenever there is a protest we smell a conspiracy theory behind but for how long the underlying desatisfaction of workers regarding their salary,overtime & hostile working environment will be neglected? Grivance of the working community may help some conspirators to fuilfil their target of creating anarchy.
Government should immediately ensure,enforce & monitor the facilities, the factory owner promises to a buyer for the benefit of worker.These are sufficient salary & overtime,friendly & hyegenic working place as well as proper health service.As most of the worker in apparel industry are women,maternal & child health should get priority.
Otherwise the day is approaching when history of Haymarket massacare will repeat here in Bangladesh.
The first May Day celebration in Indian subcontinent was organised in Madras by the Labour Kisan Party of Hindustan on May 1, 1923. This was also the first time the red flag was used in India.
In countries other than the United States and Canada, resident working classes sought to make May Day an official holiday and their efforts largely succeeded.
In the United States, however, the official Federal holiday for the "working man" is Labor Day in September.The first Labor Day celebration was held on September 5, 1882 but this was opposed by other labor unions who wanted it to held on May Day. After the Haymarket Square riot in May, 1886, President Cleveland feared that commemorating Labor Day on May 1 could become an opportunity to commemorate the riots. Thus he declared 1st Monday of Sepember as Labor day in 1887. In 1958, President Dwight D. Eisenhower proclaimed May 1 both as Loyalty Day and as Law Day. Each year, the sitting president proclaims these observances on May 1.
In Bangladesh the day,1st May ia an official holiday but the spirit of the day is so far unaccomplished.We have entered into the arena of industrialization & tody the backbone of our economy stands by virtue of low paid working class both in agriculture & industrial sector.Most of the low paid workers are working in the apparel industry & are mainly women.Owner of these industries are earning,depositting money & maitaining lavish lifestyle by depriving these workers.Whenever there is a protest we smell a conspiracy theory behind but for how long the underlying desatisfaction of workers regarding their salary,overtime & hostile working environment will be neglected? Grivance of the working community may help some conspirators to fuilfil their target of creating anarchy.
Government should immediately ensure,enforce & monitor the facilities, the factory owner promises to a buyer for the benefit of worker.These are sufficient salary & overtime,friendly & hyegenic working place as well as proper health service.As most of the worker in apparel industry are women,maternal & child health should get priority.
Otherwise the day is approaching when history of Haymarket massacare will repeat here in Bangladesh.
Tuesday, April 13, 2010
Nabobarsho (Bengali New year) :only Bengali National Festival ?
Pahela Boishakh has already turned as the only national festival for peoples of Bangladesh, the symbol of cultural unity without distinction between class or religious affiliations. Now this is the biggest event in a calender year of Bangladesh. Moreover this is the only common festival for ethnic Bengali's, living anywhere in the world.
King Shoshangko of ancient Bengal, who ruled approximately between 590 CE and 625 CE, is credited with starting the Bengali era though the celebrations of Pohela Boishakh started from the great Akbar's reign. Fatehullah Shirazi, a renowned scholar and astronomer, formulated the Bengali year on the basis of the Hijri lunar and Hindu solar calendars. The new Fasli San (agricultural year) was introduced on 10/11 March 1584, but was dated from Akbar's ascension to the throne in 1556. The new year subsequently became known as Bônggabdo or Bengali year. It was customary to clear up all dues on the last day of Choitro. On the next day, or the first day of the new year, landlords would entertain their tenants with sweets. On this occasion there used to be fairs and other festivities.
On this occasion there used to be fairs and other festivities. In due course the occasion became part of domestic and social life, and turned into a day of merriment. The main event of the day was to open a halkhata or new book of accounts. Many old festivals connected with New Year's Day have disappeared, while new festivals have been added. With the abolition of the zamindari system, the punya connected with the closing of land revenue accounts has disappeared. Kite flying in Dhaka and bull racing in Munshiganj used to be very colorful events. Other popular village games and sports were horse races, bullfights, cockfights, flying pigeons, and boat racing. Some festivals, however, continue to be observed; for example, bali (wrestling) in Chittagong and gambhira in Rajshahi are still popular events. This festival rooted in the rural culture of Bangladesh, has become integral part of city culture. The historical importance of Pohela Boishakh in the Bangladeshi context may be dated from the observance of the day by Chhayanat in 1965. In an attempt to suppress Bengali culture, the Pakistani Government had banned poems written by Rabindranath Tagore & protesting this move, Chhayanat opened their Pohela Boishakh celebrations at Ramna Park with Tagore's song welcoming the month (Esho he boishak,esho esho............). Later, in the mid- 1980s the Institute of Fine Arts added color to the day by initiating the Boishakhi parade, which is much like a carnival parade. Pohela Boishakh is really about celebrating the simpler, rural roots of the Bangladesh. As a result, more people can participate in the festivities together without the burden of having to reveal one's class, religion, or financial capacity. There should be a festival bonus for the service holders as they get in other occasions(Eid,Puja,,,,,,,,,,) to celebrate this event in a more festive manner. Hope Pohela Boishakh continues to be celebrated in the same manner as it connects all ethnic Bengalis irrespective of religious and regional differences.
Wednesday, March 17, 2010
Cardiac diseases & interventions:Socioeconomic context of Bangladesh
Bangladesh is one of the most vulnerable country as per prevalence of cardiac diseases.Roughly to understand Cardiac diseases may classify into congenital(from the time of birth) & acquired.
Many factors attibutes to acquired types mainly related to lifestyle & preventable in many ways.Proper treatment of high blood pressure with drugs & by changing life style can prevent Coronary(blood vessel of heart) arterial blocks.
Treament of heart diseases are done by changing lifestyle,drugs & by interventions.
Cardiac diseases those require mechanical or surgical intervention are mainly,blocks in tha coronary arteries,problems in the tansmission of electical waves in heart& some congenital heart diseases.
The main theme of this writing is with the cost of interventional procedures in cardiac diseases & its feasiabilty in the socioeconomic context of Bangladesh.Treatment cost of this procedures are composed of mainly hospital cost,fees of the specialist & device those are needed to fit according to diseases.
In public tertiary(3rd level) hospitals first two cost are within the limits of common people but the burden is with cost of the device or tools(Stent,pacemaker).
These device or tools are imported by some agents from companies abroad & price in most cases are out of reach of common people.
The importing agengies have been giving huge commission to some specialists & sponsoring their so called overseas conferences(mainly pleasure trips)regularly which is also responsible for the high cost.
Doctors should practise their professional ethics & morality.If it is impossible to manufactue these device & tools,Govenment may import & ensure proper marketting.
NGOs may come with community health insurence program which may help common people to meet their treatment cost.
Otherwise the proper treatment of cardiac diseases in Bangladesh will not be ensured.
Many factors attibutes to acquired types mainly related to lifestyle & preventable in many ways.Proper treatment of high blood pressure with drugs & by changing life style can prevent Coronary(blood vessel of heart) arterial blocks.
Treament of heart diseases are done by changing lifestyle,drugs & by interventions.
Cardiac diseases those require mechanical or surgical intervention are mainly,blocks in tha coronary arteries,problems in the tansmission of electical waves in heart& some congenital heart diseases.
The main theme of this writing is with the cost of interventional procedures in cardiac diseases & its feasiabilty in the socioeconomic context of Bangladesh.Treatment cost of this procedures are composed of mainly hospital cost,fees of the specialist & device those are needed to fit according to diseases.
In public tertiary(3rd level) hospitals first two cost are within the limits of common people but the burden is with cost of the device or tools(Stent,pacemaker).
These device or tools are imported by some agents from companies abroad & price in most cases are out of reach of common people.
The importing agengies have been giving huge commission to some specialists & sponsoring their so called overseas conferences(mainly pleasure trips)regularly which is also responsible for the high cost.
Doctors should practise their professional ethics & morality.If it is impossible to manufactue these device & tools,Govenment may import & ensure proper marketting.
NGOs may come with community health insurence program which may help common people to meet their treatment cost.
Otherwise the proper treatment of cardiac diseases in Bangladesh will not be ensured.
Subscribe to:
Posts (Atom)
দ্য গ্রেট লন্ডন ফায়ার
১৬৬৬ সালের ২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সিটি অফ লন্ডন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যা ইতিহাসে 'দ্য গ্রেট লন্ডন ...
-
সম্প্রতি এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিউমোভাইরাস সংক্রমণ। বিশেষ করে চীনের উত্তরাঞ্চলে এই ভাইরাসে আক্রান্ত রোগী বেশি শনাক্ত...
-
Carbonated water is water that has been infused with carbon dioxide gas under pressure. This produces a bubbly drink that’s also known as...
-
গ্রীষ্মকালে ঘামাচি আক্রান্ত হয়ে থাকেন অনেকেই। বিশেষ করে শিশুদের ঘামাচি আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। অপেক্ষাকৃত শীতল আবহাওয়ার স্থান...