ত্বক মানবদেহকে পারিপার্শ্বিক প্রতিকূলতা থেকে রক্ষা করে থাকে, যেমন শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, ত্বকে অবস্থিত সংবেদনশীল স্নায়ুর মাধ্যমে ব্যথা স্পর্শ, চাপ, গরম ও ঠাণ্ডা অনুভূত করা ইত্যাদি। বয়ঃবৃদ্ধির লক্ষণ সর্বপ্রথম ত্বকে পরিলক্ষিত হয়। সাধারণত পঞ্চাশোর্ধ্ব বয়সে পরিবর্তন লক্ষণীয়। নারী-পুরুষ নির্বিশেষে এ পরিবর্তন হয় তবে ঋতু বন্ধ হওয়ায় নারীদের বেশি অনুভূত হতে পারে। বয়ঃবৃদ্ধির কারণে ত্বকের বিভিন্ন স্তর অপেক্ষাকৃত হালকা হতে থাকে এবং উক্ত স্তরসমূহে বিভিন্ন কোষ সংখ্যা কমে যায়। কানেক্টিভ টিস্যু বা যোজন কলা কমে যাওয়ার কারণে ত্বক স্বাভাবিক স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে এবং বিভিন্ন স্থানে ভাগ পরিলক্ষিত হয় যেমন চোখ ও গলার নিচে, মুখমণ্ডল ইত্যাদি স্থানে। পানি ধারণ এবং তেল নিঃসরণ ক্ষমতা কমে যাওয়ার কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। রক্তশালী সূ্থল ও ভঙ্গুর হয় একই সঙ্গে রক্তপ্রবাহ কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ত্বকের সঙ্গে সঙ্গে নখের বৃদ্ধি ও আকার পরিবর্তন হয়। চুল কমে যেতে থাকে এবং রক্তও ধূসর হতে থাকে। বয়ঃবৃদ্ধির কারণে ত্বকের সমস্যাসমূহ নিম্নরূপে ভাগ করা যেতে পারে,
ত্বক পাতলা হয়ে যাওয়ার কারণ : ত্বকের পানি ধারণ ও তৈল নিঃসরণ ক্ষমতা কমে যাওয়ায় শুষ্ক ও রুক্ষ হয় এবং চুলকানি অনুভূত হয়। একে সেনাইল ডার্মাটাইটিস বা জেরোসিস বলা হয়ে থাকে। যোজন কলা কমার জন্য ত্বকের শক্তি ও স্থিতিস্থাপকতা কমে যায় যা ইলাসটোসিস নামে পরিচিত। স্বাভাবিক তৈল নিঃসরণ কমে যাওয়ার কারণে উজ্জ্বলতা কমে যায়। ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্রান্ডের ক্ষমতা কমে যাওয়ার কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। মেলানিনের পরিবর্তনের কারণে লেনটিগো বা লিভার স্পট, কেরাটোসিস ইত্যাদি দেখা দেয়। অনুভূতি কমার ফলে তাপ, ঠাণ্ডা বা স্পর্শজনিত আঘাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
রক্তনালী স্থূল ও ভঙ্গুর এবং রক্তপ্রবাহ হ্রাসের কারণ : ত্বকে রক্ত জমাট হতে পারে, আলসার বা ক্ষত দেখা দেয়। চেরী অ্যানজিওমা, পার্পুরা, ব্রুইজ ও গ্যাংরিন হতে পারে। ডায়াবেটিক আক্রান্তদের ক্ষেত্রে গ্যাংরিনের সম্ভাবনা বৃদ্ধি পায়।
ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কারণ : বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস ও পরজীবি সংক্রমণ বৃদ্ধি পায় যেমন_ পায়োডার্মা, হারপিজ, দাদ, খোসপাচড়া ইত্যাদি।
টিউমারের সম্ভাবনা বৃদ্ধির কারণ : বিভিন্ন ধরনের টিউমার যেমন লিটকোপ্লাকিয়া, ইপিথেলিওমা, মেলানোমা বা সারকোমা দেখা দিতে পারে। এদের মধ্যে কোনো কোনোটি ক্যান্সারে রূপান্তরিত হয়, যেমন ম্যালিগন্যান্ট মেলানোমা,যা জীবনহানির কারণ হতে পারে। এছাড়া ডার্মাটাইটিস, একজিমা, অ্যালার্জিজনিত সমস্যা যেমন আর্টিকেরিয়া বা ওষুধের প্রতিক্রিয়া বেড়ে যায়। শরীরের অন্যান্য রোগের লক্ষণ হিসেবেও ত্বকের পরিবর্তন হতে পারে।
চিকিৎসা : বয়সজনিত ত্বকের স্বাভাবিক পরিবর্তন কখনই রোধ করা সম্ভব নয় তবে জীবন পদ্ধতি ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের মাধ্যমে গতি কমানো যায়। বয়ঃবৃদ্ধিজনিত ত্বকের রোগ নির্ণয়ের পর সঠিক চিকিৎসা করলে আরোগ্য লাভ করা যায়।
এছাড়াও
অতিরিক্ত গরম ও ঠাণ্ডা এড়িয়ে চলুন, দীর্ঘক্ষণ রোদ পরিহার করুন।
গোসলের সময় অপেক্ষাকৃত কম ক্ষারীয় সাবান ব্যবহার করুন এবং গোসলের পর ময়েশ্চারাইজার যেমন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।
আঁচড় কাটা থেকে নিবৃত থাকুন।
সুষম খাদ্য বিশেষ করে ফলমুল, শাক-সবজি, তৈলাক্ত মাছ ও পানীয় গ্রহণ করার অভ্যাস করুন।
ত্বকে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা মাত্র চিকিৎসকের পরামর্শ নিন। যথাসময়ে চিকিৎসা গ্রহণ না করলে গ্যাংরিন, ত্বকের ক্যান্সার হতে পারে। এজন্য সময়মত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ডা. এম আর করিম রেজা
Published in the 'daily banagladesh protidin' on 09/05/2011
http://www.bd-pratidin.com/?view=details&archiev=yes&arch_date=09-05-2011&type=gold&data=Tourist&pub_no=371&cat_id=3&menu_id=15&news_type_id=1&index=2
Friday, June 3, 2011
গরমে ত্বকের সমস্যা
শরীরের আবরণ হিসেবে কাজ করে বিধায় ঋতু পরিবর্তনের প্রভাব সর্বাগ্রে ত্বকে পরিলক্ষিত হয়। ষড়ঋতুর প্রত্যেকটিতে আলাদাভাবে লক্ষণীয় পরিবর্তন না হলেও শীত এবং গরমের প্রভাব ত্বকের উপর সুস্পষ্ট।
গরমে ত্বকের উপর পরিবর্তন দু'ভাগে ভাগ করা যেতে পারে।
সূর্যালোকের কারণে ত্বকের পরিবর্তন : সূর্যালোকের কারণে ত্বকে সোলার ডার্মাটাইটিস বা সানবার্ন, সোলার একজিমা, সোলার আর্টিকেরিয়া, জেরোডার্মা পিগমের্টোসাম, একনিটিক রেটিকুলয়েড, ত্বকের ক্যান্সার এবং মেছতা বা ক্লোজমা হতে পারে। সূর্যালোকের আলট্রা ভয়োলেট রশ্মিই সাধারণত এ জন্য দায়ী।
গরমে সৃষ্ট ঘামের কারণে পরিবর্তন : গরমের সঙ্গে বায়ুমণ্ডলে আর্দ্রতা বেশি থাকলে ত্বকের সোরেট গ্লাড বা ঘর্মগ্রন্থি নিৎসরিত ঘাম তৈরি হয়। ঘামের কারণে ঘামাচি দেখা দেয়। এ ছাড়া ঘামে ডার্মাটাইটিস্, ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত ত্বকের রোগ বিস্তার লাভ করে। শিশুরা গরমে ব্যাকটেরিয়াজনিত রোগে বেশি আক্রান্ত হয় যা সামার বয়েল নামে পরিচিত।
চিকিৎসা : গরমে ত্বকের সমস্যা জটিল হতে পারে। কি ধরনের পরিবর্তন হয়েছে, সেটি নির্ধারণে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।
প্রতিরোধের উপায় :
■সিরাসরি সূর্যালোকে যাবেন না, ছাতা, হ্যাট এবং সানগ্লাস ব্যবহার করুন।
■ দীর্ঘক্ষণ সূর্যালোকে থাকবেন না, বা জেল ব্যবহার করুন।
■ িভারী জামা-কাপড়, টাইটফিট ও অন্তর্বাস পরিহার করুন।
■ িনাইলন, পলিয়েস্টার ইত্যাদি সিনথেটিক পোশাক পরবেন না, সুতি এবং প্রাকৃতিক বস্ত্র ব্যবহার করুন,
■ িব্যবহার করা পোশাক ও অন্তর্বাস পুনরায় ধৌত করার পর ব্যবহার করুন;
■ িঘাম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে ফেলুন বা মুছে নিন, প্রয়োজনে গোসল করতে পারেন।
ডা. এমআর করিম রেজা
কনসালটেন্ট, চর্ম, এলার্জি ও কসমেটিকজনিত রোগ
published in the daily Bangladesh protidin on 24/04/2011
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=College&pub_no=356&cat_id=3&menu_id=15&news_type_id=1&index=2
ত্বকের আমবাত কি এবং কেন?
ইংরেজিতে RASH এবং বাংলায় একে আমবাত বলা হয়। এটি সাধারণত কোনো রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পায়। ফুসকুড়ির রং, আকৃতি এবং ধরনের ভিন্নতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত স্থান 'লালাভ' হয়ে থাকে। শরীরের কোনো বিশেষ স্থান বা সমস্ত শরীরেই দেখা দিতে পারে এটি। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মধ্যেই এটি দেখা দেয়। অনেক সময় আক্রান্ত স্থানে চুলকানি, ব্যথা বা জ্বালাপোড়া থাকে। আমবাত বা ফুসকুড়ি ছোঁয়াচে হতে পারে আবার নাও হতে পারে। প্রায় শতাধিক রোগে এটি লক্ষণ হিসেবে প্রকাশ পায় :
কি কারণে ফুসকুড়ি (RASH) হয়
■ ত্বকের প্রদাহজনিত রোগ : যেমন একজিমা, সোরাইয়াসিস এবং বিভিন্ন ধরনের ডার্মাটাইটিস।
■ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ : ইমপেডিগো, ফলিকুলাইটিস, সেলুলাইটিস ইত্যাদি।
■ ফাংগাস বা ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ : ছইদ, দাদ।
■প্যারাসাইট বা পরজীবী সংক্রমণ : স্ক্যাবিস বা খোসপাঁচড়া, উকুন ইত্যাদি।
■কোনো বিশেষ কিছুর সংস্পর্শে এলার্জিজনিত : প্রসাধন, পোশাক বা রাসায়নিক পদার্থ।
■কিছু ওষুধ সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে।
■আবহাওয়াজনিত কারণে যেমন রোদের ঘামাচি।
■পোকা-মাকড়ের কামড় এবং সংস্পর্শে।
ত্বকের রোগ ছাড়া অন্য রোগ যেমন জন্ডিস, সিফিলিস, রিউম্যাটিক ফিভার, রক্তজনিত রোগ, অ্যামাইলোডসিস, সারকয়ডসিস ইত্যাদি রোগের লক্ষণ হিসেবে ক্ষুদ্রাকৃতি ফুসকুড়ি দেখা দিতে পারে।
চিকিৎসা
অ্যান্টি হিসটামিন জাতীয় খাবারের ওষুধ; ভ্যাসলিন, এন্টিসেপটিক ক্রিম ইত্যাদি ব্যবহারে পরিত্রাণ না পেলে চিকিৎসকের পরামর্শ নিন।
প্রকৃত রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করলে খুবই দ্রুত আরোগ্য লাভ সম্ভব। কিছু কিছু রোগের ক্ষেত্রে পূর্ণ-আরোগ্য সম্ভব নাও হতে পারে কিন্তু চিকিৎসা গ্রহণে রোগ নিয়ন্ত্রণ করে স্বাভাবিক জীবন-যাপন সম্ভব যেমন সোরাইয়াসিস।
ডা. এম. আর করিম রেজা
কনসালটেন্ট, চর্ম, এলার্জি ও কসমেটিকজনিত রোগ
ফোন : ০১৮১৯-২৩৭৩৫০
published in the daily bangladesh protidin on 28th March,2011
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Games&pub_no=331&cat_id=3&menu_id=15&news_type_id=1&index=4
কি কারণে ফুসকুড়ি (RASH) হয়
■ ত্বকের প্রদাহজনিত রোগ : যেমন একজিমা, সোরাইয়াসিস এবং বিভিন্ন ধরনের ডার্মাটাইটিস।
■ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ : ইমপেডিগো, ফলিকুলাইটিস, সেলুলাইটিস ইত্যাদি।
■ ফাংগাস বা ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ : ছইদ, দাদ।
■প্যারাসাইট বা পরজীবী সংক্রমণ : স্ক্যাবিস বা খোসপাঁচড়া, উকুন ইত্যাদি।
■কোনো বিশেষ কিছুর সংস্পর্শে এলার্জিজনিত : প্রসাধন, পোশাক বা রাসায়নিক পদার্থ।
■কিছু ওষুধ সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে।
■আবহাওয়াজনিত কারণে যেমন রোদের ঘামাচি।
■পোকা-মাকড়ের কামড় এবং সংস্পর্শে।
ত্বকের রোগ ছাড়া অন্য রোগ যেমন জন্ডিস, সিফিলিস, রিউম্যাটিক ফিভার, রক্তজনিত রোগ, অ্যামাইলোডসিস, সারকয়ডসিস ইত্যাদি রোগের লক্ষণ হিসেবে ক্ষুদ্রাকৃতি ফুসকুড়ি দেখা দিতে পারে।
চিকিৎসা
অ্যান্টি হিসটামিন জাতীয় খাবারের ওষুধ; ভ্যাসলিন, এন্টিসেপটিক ক্রিম ইত্যাদি ব্যবহারে পরিত্রাণ না পেলে চিকিৎসকের পরামর্শ নিন।
প্রকৃত রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করলে খুবই দ্রুত আরোগ্য লাভ সম্ভব। কিছু কিছু রোগের ক্ষেত্রে পূর্ণ-আরোগ্য সম্ভব নাও হতে পারে কিন্তু চিকিৎসা গ্রহণে রোগ নিয়ন্ত্রণ করে স্বাভাবিক জীবন-যাপন সম্ভব যেমন সোরাইয়াসিস।
ডা. এম. আর করিম রেজা
কনসালটেন্ট, চর্ম, এলার্জি ও কসমেটিকজনিত রোগ
ফোন : ০১৮১৯-২৩৭৩৫০
published in the daily bangladesh protidin on 28th March,2011
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Games&pub_no=331&cat_id=3&menu_id=15&news_type_id=1&index=4
Thursday, February 17, 2011
মেছতাকে জানুন.
শরীরের কোনো স্থানের ত্বকের রং অন্য অংশের চেয়ে আলাদা যেমন হালকা বা গাঢ় হয়ে গেলে চিন্তিত হওয়াটা খুবই স্বাভাবিক। নানা কারণে ত্বকের রং গাঢ় ,বাদামি, কালচে হতে পারে। একটি বিশেষ স্থানে বা বিভিন্ন স্থানে এ ধরনের পরিবর্তন হয়ে থাকে। যেসব কারণে ত্বকের রং গাঢ় হতে পারে সেগুলো হলো,
* মেছ্তা
* থাইরয়েডের রোগ
* শরীরে আয়রনের আধিক্য
* লিভার সিরোসিস
* অ্যাডিসনস রোগ
* ত্বকের প্রদাহজনিত বা ক্ষত পরবর্তী অবস্থা
* কিছু ওষুধ সেবনের কারণে ।
শরীরের অনাবৃত অংশে যেমন মুখাবয়বে ত্বকের রংয়ের পরিবর্তন হলে সাধারণত চিকিৎসা নেওয়ার প্রবণতা বেশি দেখা যায়। মেছতা তেমন একটি পরিবর্তন। এটি কোনো রোগ নয়। ইংরেজিতে ক্লোজমা/ মেলাসমা বলা হয়ে থাকে। সাধারণত ত্রিশোর্ধ্ব নারীরা আক্রান্ত হন। তবে পুরুষরাও (৫%) আক্রান্ত হতে পারেন। গর্ভবতী নারীদের মধ্যে আক্রান্তের হার সর্বাধিক এবং এটিকে তখন প্রেগন্যান্সি মাস্ক বলা হয়ে থাকে। গাঢ় বর্ণের ত্বকের লোকদের যেমন এশিয়ান ও হিসপ্যানিকদের মধ্যে বেশি দেখা যায়।
মেছতা কি : সাধারণ দাগের মতো ত্বকের অনাবৃত অংশে গাঢ় বাদামি বা কালো রংয়ের পরিবর্তন। ত্বকের রংয়ের পরিবর্তন ছাড়া অন্য কোনো লক্ষণ থাকে না। গাল, ঠোঁট, নাক, কপাল এমনকি হাতের খোলা অংশে দেখা দেয়। সাধারণত শরীরের উভয় পাশে সমভাবে আক্রান্ত হয়ে থাকে।
কিভাবে মেছতা হয় : ত্বকে মেলানিন নামে এক ধরনের রঞ্জক বা পিগমেন্ট থাকে। আর শরীরে একই অনুপাত বা ঘনত্বে মেলানিন থাকে, যা বর্ণ হিসেবে প্রকাশ পায়। যাদের ত্বকে মেলানিন বেশি তারা কালো এবং যাদের কম তারা ফর্সা হয়ে থাকেন। কোনো কারণে মেলানিনের পরিমাণ বা উৎপাদন বেড়ে গেলে ওই স্থান গাঢ় হয়ে থাকে। মেছতার ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া হয়ে থাকে।
কি কারণে মেছতা হয় : মেছতার ক্ষেত্রে কি কারণে মেলানিনের উৎপাদন বা পরিমাণ বৃদ্ধি পায়, তা নিশ্চিত না হলেও নিম্নবর্ণিত কারণের যে কোনোটি হতে পারে,
* গর্ভাবস্থায় হরমনজনিত পরিবর্তন
* সূর্যালোক
* জন্মনিয়ন্ত্রণের বড়ি সেবন
* কিছু প্রসাধনী ব্যবহারের জন্য
* কিছু ওষুধ সেবনের কারণে
* বংশগত এবং
* কোনো প্রকার কারণ ছাড়া।
লক্ষণ : ত্বকের গাঢ় রংয়ের পরিবর্তন ছাড়া অন্য কোনো লক্ষণ দেখা যায় না।
চিকিৎসা : ত্বকের গাঢ় রংয়ের পরিবর্তন মেছতার কারণেই হয়েছে, এটি নিশ্চিত হওয়ার পর চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। গর্ভাবস্থার কারণে হয়ে থাকলে গর্ভ-পরবর্তী অবস্থায় সাধারণত ধীরে ধীরে ত্বক পূর্বাবস্থায় ফিরে যায়। মেছতা আক্রান্ত স্থানের গভীরতার ওপর অনেকাংশেই চিকিৎসার ফলাফল নির্ভর করে থাকে। বেশি গভীর হলে চিকিৎসার ফলাফল আশানুরূপ হয় না। নানাভাবে মেছতার চিকিৎসা দেওয়া হয়ে থাকে যেমন,
* ওষুধ ব্যবহারের মাধ্যমে : হাইড্ডাকুইনন, অ্যাজেলিক এসিড, আলফা হাইড্রোক্সি এসিড, স্যালিসাইলিক এসিড, রেটিনসেড এবং স্টেরয়ের প্রয়োগের মাধ্যমে। কখনো কখনো একাধিক ওষুধের মিশ্রণ প্রয়োগ করা হয়ে থাকে। রোগীর অবস্থার ওপর বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়।
* সানস্ক্রিন ব্যবহার এবং সূর্যালোক পরিবহার
* কেমিক্যাল সিলিং, ডার্মাব্রেশন / মাইক্রোডার্মাব্রেশন এবং লেজারের প্রয়োগের মাধ্যমে।
মেছতা চিকিৎসার অগ্রগতি খুবই ধীরগতিতে হয়ে থাকে। যে পদ্ধতিতেই চিকিৎসা প্রদান করা হোক না কেন অনেক ক্ষেত্রেই আশানুরূপ ফলাফল পাওয়া যায় না এবং আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। মনে রাখবেন, মেছতা ছাড়াও ত্বকের গাঢ় রংয়ের পরিবর্তন অন্য রোগের কারণে হতে পারে। আপনার ত্বকের পরিবর্তন মেছতার কারণেই হয়েছে কিনা এবং কোন পদ্ধতিতে চিকিৎসা নেবেন সেজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
ডা. এম আর করিম রেজা
কনসালটেন্ট, চর্ম ও কসমেটিকজনিত রোগ,
এশিয়ান জেনারেল হাসপাতাল, প্রগতি সরণী, দক্ষিণ বারিধারা, ঢাকা
Published in the daily 'Bangladesh Protidin',dated 11/02/2011http://www.bd-pratidin.com/index.php?view=details&feature=yes&type=gold&data=Study&pub_no=288&cat_id=3&menu_id=15&news_type_id=1&index=1
* মেছ্তা
* থাইরয়েডের রোগ
* শরীরে আয়রনের আধিক্য
* লিভার সিরোসিস
* অ্যাডিসনস রোগ
* ত্বকের প্রদাহজনিত বা ক্ষত পরবর্তী অবস্থা
* কিছু ওষুধ সেবনের কারণে ।
শরীরের অনাবৃত অংশে যেমন মুখাবয়বে ত্বকের রংয়ের পরিবর্তন হলে সাধারণত চিকিৎসা নেওয়ার প্রবণতা বেশি দেখা যায়। মেছতা তেমন একটি পরিবর্তন। এটি কোনো রোগ নয়। ইংরেজিতে ক্লোজমা/ মেলাসমা বলা হয়ে থাকে। সাধারণত ত্রিশোর্ধ্ব নারীরা আক্রান্ত হন। তবে পুরুষরাও (৫%) আক্রান্ত হতে পারেন। গর্ভবতী নারীদের মধ্যে আক্রান্তের হার সর্বাধিক এবং এটিকে তখন প্রেগন্যান্সি মাস্ক বলা হয়ে থাকে। গাঢ় বর্ণের ত্বকের লোকদের যেমন এশিয়ান ও হিসপ্যানিকদের মধ্যে বেশি দেখা যায়।
মেছতা কি : সাধারণ দাগের মতো ত্বকের অনাবৃত অংশে গাঢ় বাদামি বা কালো রংয়ের পরিবর্তন। ত্বকের রংয়ের পরিবর্তন ছাড়া অন্য কোনো লক্ষণ থাকে না। গাল, ঠোঁট, নাক, কপাল এমনকি হাতের খোলা অংশে দেখা দেয়। সাধারণত শরীরের উভয় পাশে সমভাবে আক্রান্ত হয়ে থাকে।
কিভাবে মেছতা হয় : ত্বকে মেলানিন নামে এক ধরনের রঞ্জক বা পিগমেন্ট থাকে। আর শরীরে একই অনুপাত বা ঘনত্বে মেলানিন থাকে, যা বর্ণ হিসেবে প্রকাশ পায়। যাদের ত্বকে মেলানিন বেশি তারা কালো এবং যাদের কম তারা ফর্সা হয়ে থাকেন। কোনো কারণে মেলানিনের পরিমাণ বা উৎপাদন বেড়ে গেলে ওই স্থান গাঢ় হয়ে থাকে। মেছতার ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া হয়ে থাকে।
কি কারণে মেছতা হয় : মেছতার ক্ষেত্রে কি কারণে মেলানিনের উৎপাদন বা পরিমাণ বৃদ্ধি পায়, তা নিশ্চিত না হলেও নিম্নবর্ণিত কারণের যে কোনোটি হতে পারে,
* গর্ভাবস্থায় হরমনজনিত পরিবর্তন
* সূর্যালোক
* জন্মনিয়ন্ত্রণের বড়ি সেবন
* কিছু প্রসাধনী ব্যবহারের জন্য
* কিছু ওষুধ সেবনের কারণে
* বংশগত এবং
* কোনো প্রকার কারণ ছাড়া।
লক্ষণ : ত্বকের গাঢ় রংয়ের পরিবর্তন ছাড়া অন্য কোনো লক্ষণ দেখা যায় না।
চিকিৎসা : ত্বকের গাঢ় রংয়ের পরিবর্তন মেছতার কারণেই হয়েছে, এটি নিশ্চিত হওয়ার পর চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। গর্ভাবস্থার কারণে হয়ে থাকলে গর্ভ-পরবর্তী অবস্থায় সাধারণত ধীরে ধীরে ত্বক পূর্বাবস্থায় ফিরে যায়। মেছতা আক্রান্ত স্থানের গভীরতার ওপর অনেকাংশেই চিকিৎসার ফলাফল নির্ভর করে থাকে। বেশি গভীর হলে চিকিৎসার ফলাফল আশানুরূপ হয় না। নানাভাবে মেছতার চিকিৎসা দেওয়া হয়ে থাকে যেমন,
* ওষুধ ব্যবহারের মাধ্যমে : হাইড্ডাকুইনন, অ্যাজেলিক এসিড, আলফা হাইড্রোক্সি এসিড, স্যালিসাইলিক এসিড, রেটিনসেড এবং স্টেরয়ের প্রয়োগের মাধ্যমে। কখনো কখনো একাধিক ওষুধের মিশ্রণ প্রয়োগ করা হয়ে থাকে। রোগীর অবস্থার ওপর বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়।
* সানস্ক্রিন ব্যবহার এবং সূর্যালোক পরিবহার
* কেমিক্যাল সিলিং, ডার্মাব্রেশন / মাইক্রোডার্মাব্রেশন এবং লেজারের প্রয়োগের মাধ্যমে।
মেছতা চিকিৎসার অগ্রগতি খুবই ধীরগতিতে হয়ে থাকে। যে পদ্ধতিতেই চিকিৎসা প্রদান করা হোক না কেন অনেক ক্ষেত্রেই আশানুরূপ ফলাফল পাওয়া যায় না এবং আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। মনে রাখবেন, মেছতা ছাড়াও ত্বকের গাঢ় রংয়ের পরিবর্তন অন্য রোগের কারণে হতে পারে। আপনার ত্বকের পরিবর্তন মেছতার কারণেই হয়েছে কিনা এবং কোন পদ্ধতিতে চিকিৎসা নেবেন সেজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
ডা. এম আর করিম রেজা
কনসালটেন্ট, চর্ম ও কসমেটিকজনিত রোগ,
এশিয়ান জেনারেল হাসপাতাল, প্রগতি সরণী, দক্ষিণ বারিধারা, ঢাকা
Published in the daily 'Bangladesh Protidin',dated 11/02/2011http://www.bd-pratidin.com/index.php?view=details&feature=yes&type=gold&data=Study&pub_no=288&cat_id=3&menu_id=15&news_type_id=1&index=1
Thursday, February 10, 2011
Melasma/Chloasma(মেচতা): a common aesthetic problem
It is natural to be worried when any area of skin looks different from other parts of the body.It may be lighter/hypopigmented(as in vitiligo) or darker/hyperpigmented,focal or diffuse in pattern.There are several reasons for darker/hyperpigmented skin condition,such as;
■melasma/chloasma
■thyroid disorder
■excessive deposition of iron
■liver cirrohsis
■addisons disease
■post effects of some inflammatory skin diseases & skin injury
■side effects of some drug
When changes occur in exposed areas(such as face) of skin,the individual tends to suffer from lack of confidence,melasma/chlosma is such a condition.Melasma is not related to any medical disorder and by itself is a harmless skin condition.
Melasma/chloasma is skin discoloration (tan, brown, blue or black) found most commonly on sun-exposed areas of the body. It appears as a blotchy pigmentation that develops slowly and fades with time.Melasma usually affects women; only one in twenty affected individuals are male. It generally starts between the age of 30 and 40. It is more common in people that tan well or have naturally dark skin compared with those who have fair skin. It is quite commonly seen in pregnant women and is often referred to as the “mask of pregnancy”. It presents itself as a dark facial skin rash with irregular borders. The rash is usually recognized by its symmetrical presentation on the cheeks, lips, nose or forehead. Skin discoloration can also occur on the upper arms. The skin discoloration can vary in color ranging from a dark brown to a deep grey.The condition is universal and seen in all cultures and ethnicities; however it is far more commonly seen in Asians, Hispanics, Arabs and North Africans who all seem to have higher levels of melanin in their skin and a tendency to tan. Individuals with fair skin may experience a lighter shade of melasma which is not always recognized.Melasma affects the forehead, cheeks and upper lips resulting in macules (freckle-like spots) and larger patches. Occasionally it spreads to involve the sides of the neck, and a similar condition may affect the shoulders and upper arms.Melasma is sometimes separated into epidermal (skin surface), dermal (deeper) and mixed types.
Process of Melasma formation
It is believed to be due to an increase in the production & deposition of cells which release the pigment melanin, which is responsible for the dark color of the skin.
Causes of melasma/chloasma
What causes the increased production of melanin is not known but some triggers include:
■ Hormone fluctuation/production: the rash is most common in pregnant females
■Prolonged sun exposure
■Use of birth control pills
■Certain medications like tetracycline and anti-malarial drugs (derived from quinine)
■Scented or deodorant soaps, toiletries and cosmetics – a phototoxic reaction
■Unknown factors, when it arises in apparently healthy, normal, non-pregnant women
■Hereditory factor
Symptoms of Melasma/chloasma
Except hyperpigmentation there is no other associated symptoms in melasma.
Treatment & management
Melasma is usually a transient skin disorder that may resolve itself. This may occur after childbirth in pregnant women. In cases where the melasma occurs in men or non-pregnant women, it may exist for a few months to a few years and then suddenly disappear. Thus treatment is not always warranted and it is difficult to know if and when the rash will remain and in whom it will disappear.Over the years, various treatments developed to treat melasma including:
■Chemical peels. The most commonly used acid compounds to remove melasma include trichloroacetic acid, azelaic acid, glycolic acid, lactic acid and various fruit extracts. Stronger peeling agents tend to have a higher effectiveness rate than lighter strength peeling agents. Stronger peeling agents may also carry the risk of side effects such as burning, skin peeling, scarring and even worsening the skin discoloration.
■Skin lightening agents. There are many skin lightening agents on the market and the most commonly used is hydroquinone. Numerous other medication are precribed such as azelic acid,salicylic acid,alpha hydroxy acids,retinoids & steroids may work as skin lightening agents(single or as a combination) as well, however each patient has a unique skin type and reactions & results to skin lightening agents may vary.
■Sunscreens, especially those which are mineral based, such as zinc and titanium.
■Laser skin rejuvenation
These treatments do not necessarily cure the cause of melasma and the effectiveness of each will vary from patient to patient. Even after treatment, skin discoloration may not always disappear completely and each patient may have to try various different treatment options to see a satisfactory result. Some treatments may have to be continually performed to sustain results, such as applying a skin lightening agent on a regular basis, combined with effective sunscreen usage and sun exposure avoidance.To help prevent melasma from worsening, patients may wear sunscreen which contains a mineral based shield from the sun with an SPF at least 20. Protective clothing and wearing a hat may help to prevent melasma from worsening. Protective facial make-up may also be worn to help even skin tone and block out the sun.
Consulting with a local cosmetic dermatologist in your area may offer skin care opportunities for melasma that are right for you.
Writer:
Consultant,Skin,Allergy & Beauty-medicare
Asian General Hospital LtdProgati saroni,South Baridhara,Dhaka
Appointment:9860000,9898899,01711381302
■melasma/chloasma
■thyroid disorder
■excessive deposition of iron
■liver cirrohsis
■addisons disease
■post effects of some inflammatory skin diseases & skin injury
■side effects of some drug
When changes occur in exposed areas(such as face) of skin,the individual tends to suffer from lack of confidence,melasma/chlosma is such a condition.Melasma is not related to any medical disorder and by itself is a harmless skin condition.
Melasma/chloasma is skin discoloration (tan, brown, blue or black) found most commonly on sun-exposed areas of the body. It appears as a blotchy pigmentation that develops slowly and fades with time.Melasma usually affects women; only one in twenty affected individuals are male. It generally starts between the age of 30 and 40. It is more common in people that tan well or have naturally dark skin compared with those who have fair skin. It is quite commonly seen in pregnant women and is often referred to as the “mask of pregnancy”. It presents itself as a dark facial skin rash with irregular borders. The rash is usually recognized by its symmetrical presentation on the cheeks, lips, nose or forehead. Skin discoloration can also occur on the upper arms. The skin discoloration can vary in color ranging from a dark brown to a deep grey.The condition is universal and seen in all cultures and ethnicities; however it is far more commonly seen in Asians, Hispanics, Arabs and North Africans who all seem to have higher levels of melanin in their skin and a tendency to tan. Individuals with fair skin may experience a lighter shade of melasma which is not always recognized.Melasma affects the forehead, cheeks and upper lips resulting in macules (freckle-like spots) and larger patches. Occasionally it spreads to involve the sides of the neck, and a similar condition may affect the shoulders and upper arms.Melasma is sometimes separated into epidermal (skin surface), dermal (deeper) and mixed types.
Process of Melasma formation
It is believed to be due to an increase in the production & deposition of cells which release the pigment melanin, which is responsible for the dark color of the skin.
Causes of melasma/chloasma
What causes the increased production of melanin is not known but some triggers include:
■ Hormone fluctuation/production: the rash is most common in pregnant females
■Prolonged sun exposure
■Use of birth control pills
■Certain medications like tetracycline and anti-malarial drugs (derived from quinine)
■Scented or deodorant soaps, toiletries and cosmetics – a phototoxic reaction
■Unknown factors, when it arises in apparently healthy, normal, non-pregnant women
■Hereditory factor
Symptoms of Melasma/chloasma
Except hyperpigmentation there is no other associated symptoms in melasma.
Treatment & management
Melasma is usually a transient skin disorder that may resolve itself. This may occur after childbirth in pregnant women. In cases where the melasma occurs in men or non-pregnant women, it may exist for a few months to a few years and then suddenly disappear. Thus treatment is not always warranted and it is difficult to know if and when the rash will remain and in whom it will disappear.Over the years, various treatments developed to treat melasma including:
■Chemical peels. The most commonly used acid compounds to remove melasma include trichloroacetic acid, azelaic acid, glycolic acid, lactic acid and various fruit extracts. Stronger peeling agents tend to have a higher effectiveness rate than lighter strength peeling agents. Stronger peeling agents may also carry the risk of side effects such as burning, skin peeling, scarring and even worsening the skin discoloration.
■Skin lightening agents. There are many skin lightening agents on the market and the most commonly used is hydroquinone. Numerous other medication are precribed such as azelic acid,salicylic acid,alpha hydroxy acids,retinoids & steroids may work as skin lightening agents(single or as a combination) as well, however each patient has a unique skin type and reactions & results to skin lightening agents may vary.
■Sunscreens, especially those which are mineral based, such as zinc and titanium.
■Laser skin rejuvenation
These treatments do not necessarily cure the cause of melasma and the effectiveness of each will vary from patient to patient. Even after treatment, skin discoloration may not always disappear completely and each patient may have to try various different treatment options to see a satisfactory result. Some treatments may have to be continually performed to sustain results, such as applying a skin lightening agent on a regular basis, combined with effective sunscreen usage and sun exposure avoidance.To help prevent melasma from worsening, patients may wear sunscreen which contains a mineral based shield from the sun with an SPF at least 20. Protective clothing and wearing a hat may help to prevent melasma from worsening. Protective facial make-up may also be worn to help even skin tone and block out the sun.
Consulting with a local cosmetic dermatologist in your area may offer skin care opportunities for melasma that are right for you.
Writer:
Consultant,Skin,Allergy & Beauty-medicare
Asian General Hospital LtdProgati saroni,South Baridhara,Dhaka
Appointment:9860000,9898899,01711381302
Tuesday, January 11, 2011
Itching: A common & disgusting health problem
It is very difficult to find a person who didnt have the experience of itching in a lifetime.It is not a disease but the commonest manifestion as a symptom.Itching is a skin tingling or irritation that force you to scratch in an area of your body.The severity of itching varies according to the disease.It may affect in a focal or whole area of your body.There are hundreds of disease in which itching is a symptom.Other than dermatological disease,itching may be a manifestation of systemic diseases.
Diseases of skin
■Inflammatory skin diseases like atopic eczema & different type of dermatitis;
■Bacterial skin infection such as impetigo,cellulitis,foliculitis;
■Viral attack like chicken pox,measles ,herpes etc;
■fungal or yeast infection such as tinea versicolor,tinea cruris,candidiasis;
■parasitic skin manifestations like scabies,head & body liece;
■allergic reactions from cosmetics,apparals,food or other materials;
■diseases from climate change such as sunburn,prickly heat,in summer,xerosis or dry skin in winter;
■skin changes in senile person,menopause & pegnancy condition;
■some drug reaction & insectbites;
■Urtacaria,psoriasis,icthyosis,pemphigoid,lichenplanus
liver disease
Itching is a symptom in some hepato-billiary disease,such as Jaundice,hepatitis A,B,C,D & E infection,liver cirrohsis,alcoholic liver disease,Cholecystitis & cholelithiasis(Gall stone),bile duct obstuction.
Kidney disease
Some kidney diseases may accompany itching,like infection of kidney components,renal failure,diabetic nephropathy,end stage kidny disease.
Blood disorders
Itching may arises in some blood diseases such as,thalassemia,leukemia or blood cancer,polecythemia,hemolytic & sickle cell anaemia,lymphoma.
Beside above mentioned diseases,thyroid problem,diabetes,pancreatitis,scleroderma,sarcoidosis may be a cause of itching.
Treatment
Antihistamine drugs intake & use of emlloints like petrolium gelly,glycerin ,oils may help primarily at home.
After finding the cause of itching,treatment of that disease relieves itching.
Please remember one thing,itching may look simple complain but most often it is a symptom of complicated disease.It needs proper attention & treatment,otherwise it may threaten your life too.
Diseases of skin
■Inflammatory skin diseases like atopic eczema & different type of dermatitis;
■Bacterial skin infection such as impetigo,cellulitis,foliculitis;
■Viral attack like chicken pox,measles ,herpes etc;
■fungal or yeast infection such as tinea versicolor,tinea cruris,candidiasis;
■parasitic skin manifestations like scabies,head & body liece;
■allergic reactions from cosmetics,apparals,food or other materials;
■diseases from climate change such as sunburn,prickly heat,in summer,xerosis or dry skin in winter;
■skin changes in senile person,menopause & pegnancy condition;
■some drug reaction & insectbites;
■Urtacaria,psoriasis,icthyosis,pemphigoid,lichenplanus
liver disease
Itching is a symptom in some hepato-billiary disease,such as Jaundice,hepatitis A,B,C,D & E infection,liver cirrohsis,alcoholic liver disease,Cholecystitis & cholelithiasis(Gall stone),bile duct obstuction.
Kidney disease
Some kidney diseases may accompany itching,like infection of kidney components,renal failure,diabetic nephropathy,end stage kidny disease.
Blood disorders
Itching may arises in some blood diseases such as,thalassemia,leukemia or blood cancer,polecythemia,hemolytic & sickle cell anaemia,lymphoma.
Beside above mentioned diseases,thyroid problem,diabetes,pancreatitis,scleroderma,sarcoidosis may be a cause of itching.
Treatment
Antihistamine drugs intake & use of emlloints like petrolium gelly,glycerin ,oils may help primarily at home.
After finding the cause of itching,treatment of that disease relieves itching.
Please remember one thing,itching may look simple complain but most often it is a symptom of complicated disease.It needs proper attention & treatment,otherwise it may threaten your life too.
Thursday, December 16, 2010
Rejuvenation & Cosmetic/Aesthetic procedures of Skin
Skin is a vital determinant of physical beauty. Everyone desires a healthy, attractive & youthful looking skin. Skin changes as aging process proceeds & a tendency develops to retain the youthful looking skin after the age reaches at 40.The desire to maintain a youthful appearance by any means of cosmetic/aesthetic treatment has proven the aesthetic industry to be one of the most profitable in the western world. There are “clinics & medical spa’s, specialized only to deliver these type of services in our neighboring countries too & now a days we are stepping in this arena. No need to say, skilled & specialized persons with medical background are needed to give this type of services.
There are different ways to rejuvenate skin by applying the knowledge of medical dermatology. Applying medicines at home, in the form of cream, gel or lotion, prescribed by a dermatologist. Then there are different cosmetic/aesthetic procedures such as dermabrasion, microdermabrasion, chemical peelings, Injections or fillers, light therapy & by applying medical laser technology under taken at the centers. Moreover nose, face, lips, breast, limbs or hips can be remodeled or reshaped or up lifted by Cosmetic surgery.
Usually by application of these procedures, aging or sun damaged skin can be rejuvenated; scar from acne,pregnency or other wounds birthmarks can be removed; desired changes of skin color can be achieved in melasma,chloasma or pigmented lesions; some birthmarks vascular lesions, moles can also be removed; wrinkles, creases or folds of skin can be corrected.
Let us explore some of these techniques,
Dermabrasion/microdermabrasion: In this procedure the affected skin is brushed away by a device. Later healthy skin grows automatically. It is effective in treating aging or sun damaged skin, scar from pimples etc.
Chemical peeling: Dermatologists use different type of chemicals to peel away the affected or unwanted layer of skin. Healthy skin takes the place afterwards. This modality Can be used in aging or sun damaged skin, melasma or acne affected area.
Injections/fillers: Dermatologists inject different chemicals like Botox, collagen or lipids either to fill the crease or folds or to stimulate new tissue production. Even lipids or fats taken from other parts of the body can be used to treat the affected area. Wrinkles, creases or folds of skin can be corrected in this process.
Cellulite reduction: Cellulite is caused by fat cells found in the subcutaneous fat layer that multiply in size, stick together, and rest in the pockets between fibrous tissues. Although exercise, diet and liposuction can remove excessive fat, none will address cellulite. Endermology is the only modality that is FDA approved to reduce cellulite. In this process gentle suction and vibration to mobilize connective tissues and increase circulation in order to help flush out the stagnant fluid and fat that initially caused the dimpled appearance. It has become a preferred method for cellulite reduction.
Light therapy: Light therapies help to stimulate collagen production but, unlike the lasers, they are non-thermal. The treatment is generally done on the face, neck, chest and hands and is safe and effective for all skin types.
Lasers: Laser’ is an acronym it means, light amplification by the stimulated emission of radiation. There is a wide spectrum of laser available for skin resurfacing and rejuvenation. Laser light is focused into small spots with very high energy to get the desired result. It is used to treat Scars, moles, vascular & pigmented lesions, aging & sun damaged skin, to remove unwanted hairs & tattoos etc.
Liposuction & Cosmetic surgery: Liposuction means sucking out of unwanted, extra fat from an area. It is technique used in used in dermatological surgery.
Different procedures can be applied to treat or get the desired result & in some cases same result can be achieved by using different modalities. Before seeking service or undergoing treatment, it is crucial to know the effectiveness, cost, possible side effects of that technique. & then decide which one suits for your problem. Remember the result of most of this treatment are temporary, you should be prepared mentally to seek this services again & again & should have the ability to spend. Now a day some of the beauty salons/parlors are offering this type of specialized service in our country. This is not only unethical but also could be a grave danger for your health .There is no scope for make up artists or beauticians or so called beauty experts to deliver these services as it needs medical knowledge & specialized training.
There are different ways to rejuvenate skin by applying the knowledge of medical dermatology. Applying medicines at home, in the form of cream, gel or lotion, prescribed by a dermatologist. Then there are different cosmetic/aesthetic procedures such as dermabrasion, microdermabrasion, chemical peelings, Injections or fillers, light therapy & by applying medical laser technology under taken at the centers. Moreover nose, face, lips, breast, limbs or hips can be remodeled or reshaped or up lifted by Cosmetic surgery.
Usually by application of these procedures, aging or sun damaged skin can be rejuvenated; scar from acne,pregnency or other wounds birthmarks can be removed; desired changes of skin color can be achieved in melasma,chloasma or pigmented lesions; some birthmarks vascular lesions, moles can also be removed; wrinkles, creases or folds of skin can be corrected.
Let us explore some of these techniques,
Dermabrasion/microdermabrasion: In this procedure the affected skin is brushed away by a device. Later healthy skin grows automatically. It is effective in treating aging or sun damaged skin, scar from pimples etc.
Chemical peeling: Dermatologists use different type of chemicals to peel away the affected or unwanted layer of skin. Healthy skin takes the place afterwards. This modality Can be used in aging or sun damaged skin, melasma or acne affected area.
Injections/fillers: Dermatologists inject different chemicals like Botox, collagen or lipids either to fill the crease or folds or to stimulate new tissue production. Even lipids or fats taken from other parts of the body can be used to treat the affected area. Wrinkles, creases or folds of skin can be corrected in this process.
Cellulite reduction: Cellulite is caused by fat cells found in the subcutaneous fat layer that multiply in size, stick together, and rest in the pockets between fibrous tissues. Although exercise, diet and liposuction can remove excessive fat, none will address cellulite. Endermology is the only modality that is FDA approved to reduce cellulite. In this process gentle suction and vibration to mobilize connective tissues and increase circulation in order to help flush out the stagnant fluid and fat that initially caused the dimpled appearance. It has become a preferred method for cellulite reduction.
Light therapy: Light therapies help to stimulate collagen production but, unlike the lasers, they are non-thermal. The treatment is generally done on the face, neck, chest and hands and is safe and effective for all skin types.
Lasers: Laser’ is an acronym it means, light amplification by the stimulated emission of radiation. There is a wide spectrum of laser available for skin resurfacing and rejuvenation. Laser light is focused into small spots with very high energy to get the desired result. It is used to treat Scars, moles, vascular & pigmented lesions, aging & sun damaged skin, to remove unwanted hairs & tattoos etc.
Liposuction & Cosmetic surgery: Liposuction means sucking out of unwanted, extra fat from an area. It is technique used in used in dermatological surgery.
Different procedures can be applied to treat or get the desired result & in some cases same result can be achieved by using different modalities. Before seeking service or undergoing treatment, it is crucial to know the effectiveness, cost, possible side effects of that technique. & then decide which one suits for your problem. Remember the result of most of this treatment are temporary, you should be prepared mentally to seek this services again & again & should have the ability to spend. Now a day some of the beauty salons/parlors are offering this type of specialized service in our country. This is not only unethical but also could be a grave danger for your health .There is no scope for make up artists or beauticians or so called beauty experts to deliver these services as it needs medical knowledge & specialized training.
Subscribe to:
Posts (Atom)
দ্য গ্রেট লন্ডন ফায়ার
১৬৬৬ সালের ২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সিটি অফ লন্ডন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যা ইতিহাসে 'দ্য গ্রেট লন্ডন ...
-
সম্প্রতি এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিউমোভাইরাস সংক্রমণ। বিশেষ করে চীনের উত্তরাঞ্চলে এই ভাইরাসে আক্রান্ত রোগী বেশি শনাক্ত...
-
Carbonated water is water that has been infused with carbon dioxide gas under pressure. This produces a bubbly drink that’s also known as...
-
গ্রীষ্মকালে ঘামাচি আক্রান্ত হয়ে থাকেন অনেকেই। বিশেষ করে শিশুদের ঘামাচি আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। অপেক্ষাকৃত শীতল আবহাওয়ার স্থান...