বাংলার দুই নগরী—ঢাকা আর কলকাতা—দুটোই ইতিহাসে গুরুত্বপূর্ণ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এদের পথ চলেছে ভিন্ন দিকে। কেউ এগিয়েছে বৈশ্বিক নগরীতে রূপ নিয়ে, কেউবা অতীত গৌরব ধরে রেখেছে নতুন রূপের খোঁজে।
🏛️ ইতিহাসের পটভূমি: কার আগে কে
ঢাকার নগর জীবনের শিকড় বহু পুরনো। ১৬১০ সালে মুঘল সুবাদার ইসলাম খাঁর সময় থেকেই এটি ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। সুবাহ বাংলার রাজধানী হয়ে ঢাকা হয়ে উঠেছিল প্রশাসনিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। মুঘলরা এখানে দুর্গ, মসজিদ, সরাইখানা, বাজার গড়ে তোলে, এবং ধীরে ধীরে এটি এক সমৃদ্ধ নগরীতে পরিণত হয়।
অন্যদিকে কলকাতার উত্থান অনেক পরের ঘটনা। মূলত নবাব সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধে পরাজয়ের পর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে তাদের প্রশাসনিক ঘাঁটি হিসেবে গড়ে তোলে। ১৭৭৩ সালে এটি হয় ব্রিটিশ ভারতের রাজধানী। তবে এটি ঐতিহাসিক নগর নয়—ইতিহাসের তুলনায় এটি অনেকটাই নতুন শহর।
💰 অর্থনৈতিক গুরুত্ব: ঢাকার দৌড়, কলকাতার শ্লথ গতি
কলকাতা এক সময় শিল্প, সাহিত্য আর প্রশাসনের কেন্দ্র ছিল। বৃটিশরা প্রশাসনিক কেন্দ্র কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করলে, গুরুত্ব অনেকাংশেই হারিয়ে ফেলে। আবার ঔপনিবেশিক শাসন পরবর্তী সময়ে ভারতের প্রদেশ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের শিল্পবিরোধী নীতিসহ নানা কারণে শহরটি অনেকটা গতি হারিয়ে ফেলে। এখনো কিছু বন্দর, পরিষেবা ও ভারী শিল্প আছে, কিন্তু তা মুম্বাই, দিল্লি, বা বেঙ্গালুরুর মতো নয়।
অন্যদিকে, ঢাকা এখন বাংলাদেশের রাজধানী, অর্থনীতির হৃৎপিণ্ড এবং বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র। বানিজ্যিক ক্ষেত্রে তৈরি পোশাক, নির্মাণ, ব্যাংক, প্রযুক্তি—সব সেক্টরেই ঢাকার প্রভাব। বিদেশি দূতাবাস, বহুজাতিক কোম্পানি এসবের অবস্থান ঢাকাকে কলকাতার তুলনায় অনেক এগিয়ে যেতে ভূমিকা রেখেছে। বাংলাদেশের রপ্তানির ৭০ শতাংশেরও বেশি আসে এই শহরকে কেন্দ্র করেই। এখানেই গড়ে উঠছে দেশের প্রশাসনিক ও করপোরেট সদরদপ্তর। রাজনৈতিক বিবেচনায় ছাত্র-শ্রমিক-কৃষকের সংগ্রামও এখানেই চূড়ান্ত রূপ পায়।
🌍 বৈশ্বিক অবস্থান: আজ কোথায় কার জায়গা
বিশ্বের শহরগুলোকে সংযোগ, প্রভাব ও ব্যবসায়িক সক্ষমতার ভিত্তিতে GaWC (Globalization and World Cities Research Network) নামের একটি সংস্থা শ্রেণিবিন্যাস করে। এই তালিকায়: ঢাকা রয়েছে Gamma+ Global City হিসেবে—এটি বৈশ্বিক বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগ ও নগর সম্ভাবনায় গুরুত্বপূর্ণ।
আর কলকাতা বর্তমানে সেই তালিকায় উল্লেখযোগ্য কোনো শ্রেণিতে নেই—অর্থাৎ আন্তর্জাতিক নগর সংযোগে তুলনামূলকভাবে অনেক পিছিয়ে।
📌 একটা সময় ছিল, যখন ঢাকা মুঘল বাংলার রাজধানী, আর কলকাতা তখনো ইতিহাসে ঢুকেইনি। আবার একটা সময় এসেছিল, যখন কলকাতা হয়ে উঠল ব্রিটিশ ভারতের রাজধানী, আর ঢাকা পিছিয়ে গেল।
আজকের দিনে এসে দেখা যায়, সেই পুরোনো ঢাকা আবার নতুন করে উঠেছে, গ্লোবাল সিটির খাতায় নাম লিখিয়ে। আর কলকাতা, একসময়ে যেখানে জমিদার-রাজরাজাদের আনাগোনা ছিল, আজ যেন নিজেকে খুঁজে বেড়ায় পুরনো ঐতিহ্যের ভেতর।
এ যেন এক ইতিহাসের চক্র, যেখানে উত্থান আর পতন—দুটোই সময়ের হাতে বাঁধা।
#GlobalCityRank #মুঘলবাংলা #DhakaVsKolkata #Dhaka #Kolkata #Trend #history #MRKR