Friday, January 3, 2025

এইচএমপিভি ভাইরাসকে জানুন

সম্প্রতি এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিউমোভাইরাস সংক্রমণ। বিশেষ করে চীনের উত্তরাঞ্চলে এই ভাইরাসে আক্রান্ত রোগী বেশি শনাক্ত হচ্ছে। জাপানেও ফ্লু লক্ষণ নিয়ে সংক্রামিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

নেদারল্যান্ডসের গবেষকরা হিউম্যান মেটাপনিউমোভাইরাস শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণের জন্য দায়ী হিসেবে ২০০১ সালে সনাক্ত করেন। করোনা ভাইরাসের সঙ্গে এই ভাইরাসের অনেক ক্ষেত্রে মিল রয়েছে। শীতকালীন ফ্লু হিসেবে এটির আবির্ভাব ঘটে। সববয়সী মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন, তবে শিশুদের ক্ষেত্রে আক্রান্তের ঝুঁকি বেশি। 

ভাইরাসটির অস্তিত্ব ২০০১ সালে জানা গেলেও এখন পর্যন্ত কোন প্রতিষেধক আবিস্কার হয়নি। প্রতিরোধমূলক ব্যবস্থা ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ থেকে নিয়ন্ত্রণ করা ছাড়া বিকল্প উপায় নেই


কিভাবে ছড়ায়

•হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তি থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। 

•রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগের সংক্রমণ ঘটতে পারে।

লক্ষণ কি

রোগ প্রতিরোধ সক্ষমতার উপর ভিত্তি করে সংক্রমণের কারণে অসুস্থতার তীব্রতা ভিন্ন হতে পারে। ভাইরাসটি শরীরে প্রবেশের ৩ থেকে ৬ দিনের মধ্যে লক্ষণ দেখা যায়।

•জ্বর

•সর্দি-কাশি, গলা ব্যথা 

• শ্বাসকষ্ট 

• তীব্র সংক্রমণে নিউমোনিয়া, হাঁপানির মতো লক্ষণ

•ত্বকে ব়্যাশ

চিকিৎসা কি

ভাইরাসজনিত রোগ বিধায় নির্দিষ্ট কোন ঔষধ নেই। তবে লক্ষন অনুযায়ী চিকিৎসা দেয়া হয়ে থাকে।

প্রতিরোধ 

•কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, 

•অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা, 

•মাস্ক ব্যাবহার করা এবং 

•আক্রান্ত রোগী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। 

এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে জীবনহানির আশংকা না থাকলেও সঠিক চিকিৎসা গ্রহণ না করলে জটিলতা সৃষ্টি হতে পারে। 

#virus #Disease #health #flu #COVID19

Monday, December 30, 2024

ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন

তখন মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পুরাতন স্থাপনা ভেঙে সেই স্থানে নুতন অবকাঠামো গড়ার জোয়ার চলছিল। সড়ক ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায় সেটির প্রভাবে দুরপাল্লার রেল চলাচল তার গুরুত্ব হারিয়ে লোকসান দিতে থাকে। নিউইয়র্ক শহরের এখনকার ম্যাডিসন স্কয়ার গার্ডেন এবং সেটির মাটির নীচের পেনসিলভ্যানিয়া ষ্টেশনের জায়গায় ছিল একটি ষ্টেশন। ১৯০৫ সালে নির্মাণ করা সেই রেলওয়ে ষ্টেশন ছিল নিউইয়র্কের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা। কিন্তু পুঁজিবাদের লাভ-লোকসানের সমীকরণে ষ্টেশনটি গুরত্ব হারিয়ে ফেলেছিল।


রেল কর্তৃপক্ষ বিশাল এলাকা জুড়ে এই ষ্টেশন বিক্রির জন্য নিলামে তুলে। এক ব্যবসায়ী সেটি কিনে নিয়ে ভেঙ্গে নুতন স্থাপনা তৈরির ঘোষণা দিতেই প্রতিবাদের ঝড় উঠে। সেইসময় আমেরিকায় ঐতিহ্য বা ঐতিহাসিক স্থাপনা রক্ষা করার জন্য কোন আইন ছিল না। ১৯৬৩ সালে ষ্টেশনটি ভেঙে ফেলে নুতন স্থাপনা তৈরি শুরু হয়। তবে অব্যাহত প্রতিবাদের ফসল হিসেবে ১৯৬৫ সালে আমেরিকায় ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। ততোদিনে বর্তমান মেডিসন স্কয়ার গার্ডেন নির্মাণ প্রায় শেষ😢! এখনো পুরাতন পেনসিলভ্যানিয়া রেলওয়ে ষ্টেশন ভেঙে ফেলার ঘটনাকে নিউইয়র্কের উন্নয়ন ইতিহাসে ক্ষত হিসেবে বিবেচনা করা হয়।

বর্তমানে উন্নয়নশীল অনেক দেশে ষাটের দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অবকাঠামো ও স্থাপনা উন্নয়ন চলছে। তবে স্থাপনা বা অবকাঠামো উন্নয়নে পরিবেশ, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়টি অবশ্যই বিবেচনায় নেয়া উচিত।

#MRKR

Friday, December 20, 2024

স্বাধীন আরাকান

বাংলাদেশের সঙ্গে বার্মার সীমান্তবর্তী রাজ্য আরাকান বা রাখাইন। বঙ্গোপসাগর তীরবর্তী এই রাজ্যের দখল নিয়েছে আরাকান আর্মি নামে একটি স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী। 

প্রায় ৩৭ হাজার বর্গকিলোমিটার আয়তনের আরাকানের জনসংখ্যা কমবেশি ৩৫ লক্ষ। জনসংখ্যার ৭৭% বৌদ্ধ ধর্মাবলম্বী এবং ২২% মুসলমান, যারা রোহিঙ্গা জনগোষ্ঠী নামে পরিচিত। এই রাজ্যের সঙ্গে বাংলাদেশ, ভারত ও চিনের স্বার্থ সরাসরি সংশ্লিষ্ট।


•রাখাইনে গ্যাস, বিদ্যুৎ, বন্দরের বড় বড় প্রকল্প গড়ে তুলছে চীন। চকপিউ এলাকায় একটি সমুদ্রবন্দর গড়ে বিশেষ এক অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করেছে চিন। এই বন্দর থেকে দুইটি পাইপলাইন নিয়ে যাওয়া হয়েছে চীন ভূখণ্ডে। একটা গ্যাসলাইন অপরটি তেলের। মধ্যপ্রাচ্য থেকে যে জ্বালানি চিন আমদানি করবে তা এই পথে কুনমিং পর্যন্ত নিয়ে যাবার ব্যবস্থা হয়েছে।

•রাখাইন প্রদেশের মধ্য দিয়ে ভারতের অর্থায়নে কালাদান মাল্টিমোডাল প্রকল্পের কাজ চলমান। চট্টগ্রামকে বাইপাস করে কলকাতা থেকে সিতওয়ে অর্থাৎ আগের আকিয়াব বন্দর পর্যন্ত নৌপথকে জাহাজ চলাচলের উপযুক্ত করেছে ভারত। কলকাতা থেকে প্রথমে সমুদ্রপথে রাখাইনের সিতওয়ে, তারপর কালাদান নদীপথে পালেতোয়া, সেখান থেকে সড়কপথে ভারতের মিজোরাম তথা উত্তর-পূর্বাঞ্চল, কালাদান মাল্টিমোডাল প্রজেক্টের রুট। যা এখন আরাকান আর্মির দখলে।

•রোহিঙ্গা জনগোষ্ঠী, জল ও স্থলে সীমান্ত থাকার কারণে আরাকান বাংলাদেশের কাছ বরাবরই গুরুত্বপূর্ণ। আরাকান আর্মি বৌদ্ধ ধর্মাবলম্বীদের দিয়ে গঠিত। আবার রোহিঙ্গাদের সংগঠন রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সঙ্গে আরাকান আর্মির বিরোধ রয়েছে। বর্তমানে কমবেশি ১৫ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে রয়েছে। আরাকান আর্মি স্বাধীনতা ঘোষণা করলে রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য নুতন এই দেশটির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই বাংলাদেশের।

#trend #Bangladesh #india #China #Myanmar

Tuesday, December 17, 2024

ত্বকের বলিরেখা দূর করতে বোটক্স চিকিৎসা

বয়স বাড়ার সাথে তাল মিলিয়ে ত্বকের স্থিতিস্থাপকতা কমতে থাকে, যার ফলে বলিরেখা বা ভাঁজের আবির্ভাব ঘটতে থাকে। ত্বকে অবস্থিত সূক্ষ্ম মাংসপেশির মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ এবং দৃশ্যমান ভাঁজ নিয়ন্ত্রিত হয়ে থাকে। অভিব্যক্তি প্রকাশ করার সময় সুক্ষ্ম মাংসপেশী স্নায়ুর নির্দেশনায় নানা মাত্রায় দৃঢ়তা লাভ করে থাকে। এই মাংসপেশি বয়োঃবৃদ্ধির সাথে ক্রমশ দৃঢ় হতে থাকে। একসময় শক্ত মাংসপেশির কারনে ত্বকে ভাঁজ পরিলক্ষিত হয়ে থাকে, যা বলিরেখা নামে পরিচিত। সৌন্দর্য সচেতন মানুষ এই বলিরেখা থেকে মুক্তি পেতে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকে। আজকাল স্থায়ী না হলেও সাময়িকভাবে বলিরেখা দূর করার নানা ধরনের চিকিৎসা দেয়া হয়ে থাকে। তবে সবচেয়ে দ্রুত এবং সহজভাবে বলিরেখা দূর করা যায় বটিউলিনিয়াম টক্সিন ইনজেকশন প্রয়োগের মাধ্যমে।  এই পদ্ধতি বর্তমানে বলিরেখা দূর করার সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। 

বোটক্স কি?

বোটুইলিনিয়াম নামে একধরনের স্নায়ু বিষ পরিশোধিত করে বোটক্স তৈরি করা হয়ে থাকে। এটি ত্বকের চিকিৎসা ছাড়াও আরো অনেক রোগের চিকিৎসায় ব্যাবহার করা হয়ে থাকে।

কিভাবে কাজ করে?

নির্ধারিত মাংসপেশির গোঁড়ায় প্রয়োজনীয় মাত্রায় বোটক্স ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়ে থাকে। ইনজেকশনের স্থান এবং মাত্রা নির্ধারণে চিকিৎসকের বিশেষজ্ঞ জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন হয়। বোটক্স নির্ধারিত মাংসপেশিকে অসাড় এবং নরম করে দেয়। ইনজেকশন দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বোটক্স কাজ করা শুরু করে, এবং ৫-১০ দিনের মধ্যে ফলাফল পরিলক্ষিত হয়ে থাকে। একবার ইনজেকশন দেয়ার পর সাধারনত ৩-৬ মাস কার্যকারিতা থাকে। তারপর আবার চিকিৎসা নেয়ার প্রয়োজন হয়। এই চিকিৎসার জন্য হাসপাতালে থাকার প্রয়োজনীয়তা নেই। 


পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণত ইঞ্জেক্সনের কারণে সাময়িক জ্বালা, পোড়া এবং অসাড়তা অনুভূত হয়। তবে ইনজেকশনের স্থান নির্ধারণে ভুলের কারণে অভিব্যক্তি বা চেহারার বিকৃতি হতে পারে। 

খরচ

বোটক্স ইউনিট হিসেবে প্রদান করা হয়ে থাকে। চিকিৎসা দেয়ার জন্য প্রয়োজনীয় ইউনিট এবং চিকিৎসকের ফি যোগ করে খরচ নির্ধারণ করা হয়ে থাকে। 

Monday, December 16, 2024

বাংলাদেশ ও ত্রিপুরা

ভৌগোলিকভাবে তিনদিক দিয়ে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত এবং আসামের সঙ্গে একটি মাত্র স্থলপথে সংযুক্ত ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা।রাজ্যটিতে জনসংখ্যার ৭০ শতাংশ বর্তমানে বাঙালি। অতীতের সংখ্যাগরিষ্ঠ আদিবাসী সম্প্রদায় এখন জনসংখ্যার মাত্র ৩০ শতাংশ।

ত্রিপুরার মাণিক্য রাজাদের শাসন ছিল এক বর্ণাঢ্য অধ্যায়। রাজারা প্রথমদিকে পূর্ণ স্বাধীন ছিলেন, তবে মোগল শাসক ও বাংলার নবাবদের কাছে একসময় তাদের বশ্যতা স্বীকার করতে হয়। রাজারা বারবার মোগল দরবারে কর দিতেন। পরবর্তীতে, ব্রিটিশ শাসকরাও ত্রিপুরার স্বাধীনতাকে সীমিত করে। পলিটিক্যাল এজেন্টের মাধ্যমে রাজ্য পরিচালনার উপর কড়া নজর রাখত তারা।

দেশভাগের সময় ত্রিপুরায় হিন্দু শরণার্থী এবং পূর্ববঙ্গে ত্রিপুরা থেকে মুসলিম শরনার্থীদের কারণে জনসংখ্যায় বড় ধরনের পরিবর্তন ঘটে। বর্তমানে রাজ্যটির জনসংখ্যার ৮০% হিন্দু এবং মাত্র ৯% মুসলিম ধর্মালম্বী। ১৯৪৭ সালের ভারত বিভাজনের সময় ত্রিপুরার ভবিষ্যৎ অনিশ্চয়তা সৃষ্টি হয়। ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার দাবিকে বাস্তবসম্মত করে তুলেছিল। তবে একাধিক রাজনৈতিক, সামাজিক এবং কৌশলগত কারণে তা শেষ পর্যন্ত ঘটেনি।

সে সময় এই ইস্যুতে ত্রিপুরার রাজপরিবার বিভক্ত হয়ে পড়েছিল। পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে ছিলেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য মহারাজকুমার দুর্জয়কিশোর দেববর্মন এবং রিজেন্সি কাউন্সিলের মন্ত্রী সত্যব্রত মুখার্জী। তাদের সমর্থনে ছিলেন আঞ্জুমান-এ- ইসলামিয়ার নেতা আবদুল বারিক। অন্যদিকে, রাজপরিবারের আরেক অংশ, ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠী এবং হিন্দু ধর্মাবলম্বীরা পাকিস্তানভুক্তির বিপক্ষে অবস্থান নিয়ে ভারতভুক্তির পক্ষে সোচ্চার হয়।



ঠিক এই সময় ১৯৪৭ সালের ১৭ মে মহারাজা বীরবিক্রম কিশোর দেববর্মনের মৃত্যুর পর তার নাবালক পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন রাজ্যের উত্তরাধিকারী হন। প্রথা অনুযায়ী ব্রিটিশ সরকার রাজ্য পরিচালনার জন্য গঠন করে রিজেন্সি কাউন্সিল বা পরামর্শক পরিষদ। এই কাউন্সিলের নেতৃত্বে ছিলেন মহারানী কাঞ্চনপ্রভা দেবী। হিন্দু ধর্মাবলম্বী রাণী সেই রাজনৈতিক সংকটময় সময়ে ত্রিপুরাকে ভারতের সঙ্গে যুক্ত করার পথে অগ্রসর হন।

ব্রিটিশরা ভারত-ত্যাগের পরপরই গুজব রটে যায় যে পূর্ব পাকিস্তানের মুসলিম সৈন্যরা ত্রিপুরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে ভারত সরকার ত্রিপুরার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। আসাম থেকে সেনাবাহিনী প্রেরণ করে এবং জরুরী বার্তা পাঠিয়ে পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে বিষয়টি অবগত করা হয়।

ভিন্ন একটি সূত্র মতে ত্রিপুরার মহারাণীও পূর্ব পাকিস্তানের সাথে যোগদানে আগ্রহী ছিলেন। অবশ্য মহারাণী চাইলেও ত্রিপুরাকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করতে পারতেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে। কেননা সেই সময় বিহারে দাঙ্গার প্রতিক্রিয়ায় পূর্ববঙ্গের নোয়াখালী অঞ্চলে দাঙ্গা সৃষ্টি হলে বিপুল সংখ্যক বাঙালি হিন্দু ধর্মাবলম্বী ত্রিপুরা রাজ্যে শরণার্থী হিসেবে প্রবেশ করে। হিন্দু প্রধান রাজ্য ত্রিপুরা এবং মুসলিম প্রধান পূর্ববঙ্গের মধ্যে তখন একটা মনস্তাত্ত্বিক বিরোধ গড়ে উঠে। এই বিরোধ টপকিয়ে বাংলাভাষী এই দুই অঞ্চলকে এক করার মত যোগ্য কোনো নেতৃত্ব তখন ত্রিপুরায় ছিল না।


আরেকটি কারণ তখনকার পূর্ববঙ্গের উর্দুভাষী মুসলিম নেতৃত্ব বা পাকিস্তানের নেতৃত্ব পূর্ববঙ্গকে ভৌগলিকভাবে শক্তিশালী করার প্রতি মনোযোগী ছিলেন না। নেতৃত্বের অদূরদর্শিতা ও অবহেলার কারণেই আরাকান রাজার আবেদন সত্ত্বেও আরাকানকে পাকিস্তানের অংশ করা হয়নি, ত্রিপুরাও চলে যায় ভারতের করায়ত্তে।

১৯৪৯ সালের ৯ সেপ্টেম্বর নাবালক রাজা কিরিটী বিক্রম মাণিক্যের পক্ষে মহারানী কাঞ্চনপ্রভা দেবী দিল্লিতে ত্রিপুরা রাজ্যকে ভারতভুক্তি চুক্তিতে স্বাক্ষর করেন। ১৫ অক্টোবর ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়। ত্রিপুরার ভারতভুক্তি চুক্তি রাজ্যটির সাড়ে ৫০০ বছরের রাজতান্ত্রিক অধ্যায়ের সমাপ্তি ঘটায়।

(সংগৃহিত ও সম্পাদিত)

#trend #India #Bangladesh #Pakistan #politics

বাংলাদেশ নিয়ে ভারতে মাস হিস্টিরিয়া

মাস হিস্টিরিয়া (Mass hysteria) বা গণ-মানসিক অস্থিরতা এমন একটি পরিস্থিতি যেখানে একটি সমাজের মানুষ পরস্পরের কাছ থেকে মানসিক অস্থিরতা বা ভীতি ধারণ করে এবং তা দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এধরনের পরিস্থিতিতে ব্যক্তি তার স্বাভাবিক চিন্তা ও আচরণ হারিয়ে ফেলেন এবং অস্বাভাবিক বা অযৌক্তিক আচরণ করতে শুরু করেন। মাস হিস্টিরিয়া একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, যা মানুষের মানসিক অস্থিরতা এবং ভয়কে বাহিত করে। এটি নিয়ন্ত্রণে রাখতে হলে, সঠিক সময়ে সচেতনতা এবং সহায়তা প্রয়োজন।

মাস হিষ্টেরিয়ার কারণ

সামাজিক চাপ, গুজব বা অবর্ণনীয় শঙ্কা বা অজ্ঞতা থেকে এটি শুরু হয় এবং সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। গণ-মানসিক অস্থিরতার কিছু কারণ চিহ্নিত করা হয়েছে যেমন,

•অলৌকিক: কিছু ক্ষেত্রে কোনো অজ্ঞাত কারণ বা শব্দের কারণে মানুষ আতঙ্কিত হয়ে ওঠে, যেমন "অদৃশ্য রোগ" বা "ভূতপ্রেত" সংক্রান্ত গুজব।

•ভয় বা শঙ্কা: কোনো দুর্যোগ বা বিপর্যয় ঘটলে, যেমন •প্রাকৃতিক বিপর্যয় বা রোগ সংক্রমণ, তখন ভয়ের অনুভূতি একজনের মধ্যে সঞ্চালিত হয়ে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।

•সংবাদ বা সামাজিক মাধ্যমের গুজব: কোন ঘটনা যার সঙ্গে বাস্তবের মিল নেই কিন্তু ভাইরাল হওয়ার কারণে মানুষ সেটির প্রভাবে বিশ্বাস করতে শুরু করে।

•অস্বাভাবিক আচরণ: এক বা একাধিক ব্যক্তি অস্বাভাবিক আচরণ শুরু করলে কখনো কখনো তা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, যেমন রাস্তায় কেউ অদ্ভুতভাবে হাঁটছে বা চিৎকার করছে।


মাস হিস্টিরিয়ার কিছু উদাহরণ:

•মিডিয়ায় গুজব: ১৯৯০-এর দশকে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে কিছু গুজব প্রচারিত হয়েছিল, যার ফলে মানুষের মধ্যে এক ধরনের হিস্টিরিয়া ছড়িয়ে পড়েছিল।

•সামাজিক অস্থিরতা: ১৯৫০-৬০-এর দশকে আমেরিকার কিছু এলাকায় গুজব বা ভয় ছড়িয়ে পড়ে, যেখানে বলা হতো যে কিছু "অজানা রোগ" মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং এ কারণে হাজার হাজার মানুষ অস্বাভাবিক আচরণ করতে থাকে।

মাস হিস্টিরিয়ার প্রভাব:

•মানসিক স্বাস্থ্য: এটি ব্যক্তি মানুষের মানসিক স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করে। উদ্বেগ ও দুশ্চিন্তা মানুষের জীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

•সামাজিক বিভাজন: একটি গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়া অস্থিরতা বা ভীতি অন্যদের মাঝে বিভাজন সৃষ্টি করতে পারে।

•স্বাস্থ্য সেবা বা নিরাপত্তা ব্যবস্থা: যখন ভীতি অনেক বেশি হয়ে ওঠে, তখন চিকিৎসা ব্যবস্থা বা আইন-শৃঙ্খলাও চাপের মধ্যে পড়ে, যা সেবা প্রদানে বিঘ্ন ঘটায়।

প্রতিকার:

•যথাযথ তথ্য প্রদান: গুজব বা ভ্রান্ত ধারণা দূর করার জন্য সঠিক তথ্য সরবরাহ করা উচিত।

•মানসিক স্বাস্থ্য সহায়তা: আক্রান্তদের মানসিক কাউন্সেলিং প্রয়োজন।

•সমাজে সচেতনতা বৃদ্ধি: শিক্ষা ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে মাস হিস্টিরিয়ার মতো পরিস্থিতি ঠেকানো সম্ভব।


ভারতের সংবাদ ও সামাজিক মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে গুজব ও অপতথ্য ছড়িয়ে দেয়ায় সেদেশের মানুষের বড় একটি অংশ মাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে বলে ধরে নেয়া যায়।

#HOAX #masshysteria #trend #India #Bangladesh

Sunday, December 1, 2024

এইডস'কে জানুন

এইডস ভাইরাস জনিত যৌন বাহিত একটি রোগ। ১৯৮১ সালে প্রথম সনাক্তের পর এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৯ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৫ কোটি মৃত্যুবরণ করেছেন এবং কমবেশি ৪ কোটি মানুষ এই ভাইরাস বহন করে জীবনযাপন করছেন।

 এইডস কি

হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) আক্রান্ত মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেলে এইডস্ রোগ হয়। 

কিভাবে ছড়ায় 

এইচআইভি যৌনসম্পর্ক, রক্ত সঞ্চালন, আক্রান্ত মায়ের বুকের দুধ, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির পোশাক পরিচ্ছদ বা তৈজসপত্রের মাধ্যমে এইডস ছড়ায় না। 


কি ঘটে

এইচআইভি সংক্রমণ হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। আক্রান্ত অনেকের প্রাথমিকভাবে কোন‌ লক্ষন দেখা যায় যায় না। কয়েকটি ধাপে এইচআইভি সংক্রমিত মানুষ এইডস রোগীতে পরিনত হন।

প্রথম ধাপে কয়েক সপ্তাহ হালকা সর্দি, জ্বর ফ্লুর মতো উপসর্গ থাকে।

দ্বিতীয় ধাপ একমাস থেকে কয়েক বছর সময় নিতে পারে। এই পর্যায়ে আক্রান্ত ব্যক্তির কোন লক্ষণ থাকে না, সুস্থ মানুষের মতো জীবনযাপন চলতে থাকে।

তৃতীয় পর্যায়ে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে এইডস রোগের লক্ষণ প্রকাশ পেতে থাকে।

লক্ষন কি 

রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়ার কারণে এইচআইভি আক্রান্ত ব্যক্তি যে কোন ধরনের সংক্রামক রোগের ঝুঁকিতে থাকেন। 

ফুসফুসের সংক্রমণের ফলে কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট, পরিপাকতন্ত্রের সংক্রমণের কারণে ডায়রিয়া, পেট ব্যথা, খাবার অরুচি, বমি এবং গিলতে অসুবিধা হয়। অন্যান্য লক্ষনের মধ্যে ওজন কমতে থাকা, রাতের ঘাম, ফুসকুড়ি এবং গ্রন্থি ফুলে যাওয়া ইত্যাদি।

চিকিৎসা

এইডস ভাইরাস জনিত একটি প্রাণঘাতী রোগ, যার টিকা নেই এবং এই রোগ থেকে মুক্তি লাভ করা যায় না। তবে চিকিৎসার মাধ্যমে আক্রান্ত ব্যক্তি দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে পারেন।

রোগের লক্ষন ও জটিলতা অনুযায়ী মুখে খাবার ঔষধ বা ইনজেকশন দিয়ে চিকিৎসা দেয়া হয়ে থাকে।

অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) এইচআইভির জন্য আদর্শ চিকিৎসা। এটির মাধ্যমে ভাইরাসের শক্তি কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়, যা এইডসের অগ্রগতি রোধ করে।

এইডসের চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং সারাজীবন চালিয়ে যেতে হয়।

প্রতিরোধ

•যৌন সঙ্গী নির্বাচনে সতর্ক তথ্য থাকুন। বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের ক্ষেত্রে কনডম ব্যবহার করুন।

• যৌন সম্পর্কের ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলার চেষ্টা করুন।

মনে রাখবেন এইডস প্রাণঘাতী রোগ হলেও সময়মতো সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা যায়। আক্রান্ত হলে চিকিৎসা অব্যাহত রাখুন এবং নিয়মিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

#AIDS #HIV #Disease #STD #Virus

দ্য গ্রেট লন্ডন ফায়ার

১৬৬৬ সালের ২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সিটি অফ লন্ডন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যা ইতিহাসে 'দ্য গ্রেট লন্ডন ...