যৌন সম্পর্কের মাধ্যমে যে সকল রোগ ছড়ায় সেগুলো একত্রে যৌনবাহিত রোগ বলা হয়। সাধারণত এসব রোগ সংক্রামক। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই বছরে কমবেশি ২ কোটি মানুষ যৌন বাহিত সংক্রামক রোগে আক্রান্ত হয়ে থাকেন। লিঙ্গ, বয়স, বর্ণ নির্বিশেষে সকলেই আক্রান্ত হতে পারেন এধরনের রোগে, তবে তরুণ বয়সীরা বেশি আক্রান্ত হয়ে থাকেন। যৌন সম্পর্ক ছাড়াও রক্ত সঞ্চালন, আক্রান্ত ব্যক্তির ইনজেকশন নেয়ার সিরিঞ্জ ব্যবহার এবং আক্রান্ত নারীর গর্ভের শিশু এই রোগগুলো ছড়াতে পারে। প্রায় ২০ ধরনের রোগ এভাবে সংক্রমিত হতে পারে। এগুলোকে জীবাণুর ধরন অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে।
ব্যাকটেরিয়াজনিত:
•স্যাংক্রোয়েড (Chancroid)
•ক্ল্যামেডিয়া (Chlamydia)
•সিফলিস (syphilis)
•গনোরিয়া (gonorrhea)
•গ্রানুলোমা ইনগুইনালি (granuloma inguinale)
ভাইরাসজনিত:
•এইডস্ (HIV/AIDS)
•ভাইরাল হেপাটাইটিস (Hepatitis)
•হার্পিস সিমপ্লেক্স (herpes simplex)
•মোলাসকাম কন্টাজিওসাম (molluscum contagiosum)
পরজীবীজনিত:
•খোসপচড়া (scabies)
•উকুন
ছত্রাকজনিত : ক্যানডিডিয়াসিস (candidiasis)
প্রোটোজোয়াজনিত: ট্রাইকোমনিয়াসিস (trichomoniasis)
লক্ষন কি
সাধারণত ঠোঁট, মুখ গহবর, যৌনাঙ্গে লক্ষন প্রকাশ পেয়ে থাকে। তবে লক্ষন প্রকাশ ছাড়াও কোন কোনটি দীর্ঘদিন শরীরে থাকতে পারে, যেমন সিফিলিস, এইডস্, হেপাটাইটিস ইত্যাদি।
জটিলতা
রোগের ধরন অনুযায়ী নানা ধরনের জটিলতা হতে পারে। এইডস্, সিফিলিস, হেপাটাইটিস মৃত্যুর কারণ হতে পারে।
প্রতিরোধ
•যৌন সঙ্গী নির্বাচনে সতর্ক তথ্য থাকুন। বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের ক্ষেত্রে কনডম ব্যবহার করুন।
• যৌন সম্পর্কের ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলার চেষ্টা করুন।
•কিছু রোগের টিকা রয়েছে যেমন হেপাটাইটিস। টিকা নিন।
•যৌনাঙ্গে যে কোন ধরনের পরিবর্তন বা আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং যৌন সম্পর্ক থেকে বিরত থাকুন।
সর্বোপরি সচেতনতা এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে যৌন বাহিত রোগ থেকে সহজে নিরাময় হতে পারে।
#STD #Sex #Disease #Health
No comments:
Post a Comment