তখন মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পুরাতন স্থাপনা ভেঙে সেই স্থানে নুতন অবকাঠামো গড়ার জোয়ার চলছিল। সড়ক ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায় সেটির প্রভাবে দুরপাল্লার রেল চলাচল তার গুরুত্ব হারিয়ে লোকসান দিতে থাকে। নিউইয়র্ক শহরের এখনকার ম্যাডিসন স্কয়ার গার্ডেন এবং সেটির মাটির নীচের পেনসিলভ্যানিয়া ষ্টেশনের জায়গায় ছিল একটি ষ্টেশন। ১৯০৫ সালে নির্মাণ করা সেই রেলওয়ে ষ্টেশন ছিল নিউইয়র্কের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা। কিন্তু পুঁজিবাদের লাভ-লোকসানের সমীকরণে ষ্টেশনটি গুরত্ব হারিয়ে ফেলেছিল।
রেল কর্তৃপক্ষ বিশাল এলাকা জুড়ে এই ষ্টেশন বিক্রির জন্য নিলামে তুলে। এক ব্যবসায়ী সেটি কিনে নিয়ে ভেঙ্গে নুতন স্থাপনা তৈরির ঘোষণা দিতেই প্রতিবাদের ঝড় উঠে। সেইসময় আমেরিকায় ঐতিহ্য বা ঐতিহাসিক স্থাপনা রক্ষা করার জন্য কোন আইন ছিল না। ১৯৬৩ সালে ষ্টেশনটি ভেঙে ফেলে নুতন স্থাপনা তৈরি শুরু হয়। তবে অব্যাহত প্রতিবাদের ফসল হিসেবে ১৯৬৫ সালে আমেরিকায় ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। ততোদিনে বর্তমান মেডিসন স্কয়ার গার্ডেন নির্মাণ প্রায় শেষ😢! এখনো পুরাতন পেনসিলভ্যানিয়া রেলওয়ে ষ্টেশন ভেঙে ফেলার ঘটনাকে নিউইয়র্কের উন্নয়ন ইতিহাসে ক্ষত হিসেবে বিবেচনা করা হয়।
বর্তমানে উন্নয়নশীল অনেক দেশে ষাটের দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অবকাঠামো ও স্থাপনা উন্নয়ন চলছে। তবে স্থাপনা বা অবকাঠামো উন্নয়নে পরিবেশ, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়টি অবশ্যই বিবেচনায় নেয়া উচিত।
#MRKR