বিড়াল চেনে, ভালোবাসে, অভ্যস্ত হয়—কিন্তু মানুষের মতো করে মুখ দেখে নয়। তাদের দুনিয়ায় ঘ্রাণ, শব্দ ও অভ্যাসই মুখাবয়বের চেয়েও বড় পরিচয়পত্র।
গবেষণায় দেখা গেছে, বিড়াল তার মালিকের মুখাবয়বের পরিবর্তন বুঝতে খুব একটা দক্ষ নয়। মালিক মুখে হেসেছে না কেঁদেছে, বা চুল কেটেছে—এসব পরিবর্তন তাদের চোখে খুব একটা ধরা পড়ে না। কিন্তু মালিকের গন্ধ, পায়ের শব্দ, হাঁটার ভঙ্গি, বা ডাকের টোন বদলালে তারা সঙ্গে সঙ্গে টের পায়—এমনকি একটু অস্বাভাবিকতা থাকলেও বিরক্তি বা দ্বিধা প্রকাশ করে।
গন্ধেই মুখ চেনার কাজটা সেরে ফেলে
বিড়ালের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে প্রায় ১৪ গুণ বেশি সংবেদনশীল। প্রতিদিনের জামাকাপড়, শরীর, চুলের ঘ্রাণ, ঘরের পরিবেশ—সব কিছুই তারা আলাদা করে চিনে রাখে।
একটু অন্য রকম সাবান ব্যবহার করা হলেও অনেক সময় বিড়াল বিরক্তি প্রকাশ করে বা এড়িয়ে চলে।
চেনে কণ্ঠস্বর আর চলার শব্দ
বিড়ালের নাম ধরে ডাকলে না ফিরলেও, চেনা কণ্ঠে কান খাড়া করে। কার কখন ঘরে ফেরা, কার পায়ের শব্দ কেমন—সব কিছু দিনের পর দিন মনে রেখে চেনার তালিকা তৈরি করে ফেলে।
অভ্যাস দিয়ে গড়ে তোলে নীরব মানচিত্র
প্রতিদিনের রুটিন—কে কখন ঘুমায়, খাবার দেয়, জানালা খুলে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়—এসবই বিড়ালের কাছে পরিচয়ের চাবিকাঠি। মুখ নয়, আপনজনের আচরণে দিয়ে বিড়াল চিনতে পারে।
চোখে চোখ নয়, শরীরের ভাষায় সম্পর্ক
বিড়াল সরাসরি চোখে চায় না, কিন্তু পাশে গা ঘেঁষে বসে। কখনও মাথা ঠেকায়, কখনও পিঠ ফিরিয়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এটাই সবচেয়ে গভীর ভরসার প্রকাশ। চেনা না হলে এমন আস্থা প্রকাশ করে না।
চেনার চূড়ান্ত রূপ: নির্ভরতা
ঘুমের সময় পাশে এসে শোয়া, ভয় পেলে কোলে লাফিয়ে ওঠা, খুশি হলে ঘাড়ে উঠে পড়া, এসবই বলে দেয়, বিড়ালের কাছে সেই মানুষটি পরিচিত।
বিড়ালের চেনা মানে শুধু দেখা বা ডাকা নয়। গন্ধ, অভ্যাস, কণ্ঠস্বর আর নির্ভরতার বন্ধনে তৈরি হয় এমন এক সম্পর্ক, যেটা নীরব—কিন্তু মিথ্যা নয়।
#বিড়াল #প্রাণীচিন্তা #ঘরোয়াপশু #বিড়ালেরআচরণ #পোষাপ্রাণী #CatLanguage #MRKR
No comments:
Post a Comment